বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ক্যাথরিনা উইজার। শনিবার (১৬ নভেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাথরিনা উইজার বিএনপির কার্যালয়ে উপস্থিত হন। এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রিয়ার কনস্যুলার। বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা তাজভীরুল ইসলাম।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, "অস্ট্রিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ক্যাথরিনা উইজার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।"
বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশের অবস্থান নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। এছাড়া, গণতন্ত্র, মানবাধিকার এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির পক্ষ থেকে মতামত দেওয়া হয়।
বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "ক্যাথরিনা উইজারের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে। তিনি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেছেন। আমরা আমাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছি।"
রাষ্ট্রদূত ক্যাথরিনা উইজার বাংলাদেশের রাজনীতি ও কূটনৈতিক পরিবেশে আগ্রহী বলে জানান। তিনি বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠকে উত্থাপিত বিভিন্ন বিষয় নিয়ে ভবিষ্যতে আরও আলোচনা করার ইচ্ছা প্রকাশ করেছেন।
সৌজন্য সাক্ষাৎকালে বিএনপি মহাসচিব ছাড়াও উপস্থিত ছিলেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এবং চেয়ারপারসনের উপদেষ্টা তাজভীরুল ইসলাম।
এ বৈঠককে বিএনপির পক্ষ থেকে আন্তর্জাতিক সম্পর্ক জোরদার করার একটি সুযোগ হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে, রাষ্ট্রদূতের এ সফর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উন্নয়ন এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আন্তর্জাতিক মহলের সচেতনতার একটি উদাহরণ।