মুন্সীগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি,থ্রি পিস এবং ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। নারী ও শিশু অধিকার ফোরামের মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি সোনিয়া হাবিব লাবনী।
রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের মালপাড়া, জমিদারপাড়া মানিকপুর, মাঠপাড়া এবং খালইষ্ট এলাকায় ঘুরে ঘুরে অসহায় মানুষের বাড়ীত গিয়ে ঈদ সামগ্রী ও বস্ত্র পৌছে দেয়া হয়। প্রচন্ড গরমে সহমর্মিতার ঈদের সামগ্রী পেয়ে বেশ খুশি হন হতদরিদ্র মানুষগুলো। এসময় উপস্থিত ছিলেন, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সহ সভাপতি মোজাম্মেল হোসেন সজল, মোঃ মাসুদুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক এম এম রহমান সহ অন্যরা উপস্থিত ছিলেন।
সভাপতি সোনিয়া হাবিব লাবনী বলেন, ঈদ মানে হাসি, আনন্দ, খুশির মেলা।আমাদের চারপাশে ছড়িয়ে–ছিটিয়ে আছে অনেক সুবিধাবঞ্চিত পরিবার। একটা নতুন জামা কিংবা ঈদের বাজারের অভাবে তাদের মধ্যে ঈদ এলেও আনন্দ যেন আটকে যায় কোনো নিশ্ছিদ্র ঘরে। সেই নিশ্ছিদ্র ঘরের দেয়াল ভেঙে তাদের কাছে ঈদের আনন্দ পৌঁছে দিতেই নারী ও শিশু অধিকার ফোরাম পক্ষ থেকে এই উদ্যোগ নেয়া হয়েছে। যা আগামীতে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে