মুন্সীগঞ্জে নারী ও শিশু অধিকার ফোরাম, মুন্সীগঞ্জ জেলার কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছ।
গতকাল শনিবার দুপুরে শহরের ফ্রন্ডস কিচেন চাইনিজ রেষ্টুরেন্টে নারী ও শিশু অধিকার ফোরাম মুন্সীগঞ্জ জেলা কমিটির সভাটি অনুষ্ঠিত হয়। সংগঠনটির সভাপতি সোনিয়া হাবিব লাবনীর সভাপতিত্বে কার্যকরি কমিটিরসভায় উপস্থিত সদস্যরা সংগঠনটির গতিশীলতা এবং নারী ও শিশুদের অধিকার রক্ষায় সকলে একযোগে কাজ করা মতামত ব্যক্ত করেন। সহ সভাপতি এ্যাডভোকেট খান আতাউর রহমান হিরুর সঞ্চালনায় উপস্থিত সকলে উন্মুক্তভাবে সকলে তাদের ব্যক্তিগত মতামত ব্যক্ত করেন।
আগামীতে নারী ও শিশুদের অধিকার রক্ষায় কাজ করে সংগঠনটিকে এগিয়ে নেয়ার বিষয়ে সকলে পরামর্শমূলক বক্তব্য রাখেন।এসময় উপস্থিত ছিলেন, নারী ও শিশু অধিকার ফোরামের সহ সভাপতি মোজাম্মেল হোসেন সজল,মোঃ মাসুদুর রহমান, বিউটি আক্তার তৃষা,যুগ্ন সম্পাদক মোঃ শাহীন মিয়া, সদস্য সাংবাদিক এম এম রহমান, মো. মাসুদ রানা, কায়সার সামির, শাহনাজ বেগম হীরা, শুভ ঘোষ প্রমুখ। । পরে সভপতি সকল সদস্যের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় জেলায় নির্যাচিত সকল নারী ও শিশুদের পাশে দাঁড়ানো হবে। বিগত ১৬ বছরে যারা নির্যাতিত হয়েছেন তাদের নিয়েও কাজ করা হবে। সর্বপরি এই সংগঠনটি নারী ও শিশুদের অধিকার রক্ষায় কার্যকরি ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।