মুন্সীগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রেডরোজ আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া
প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়।
রবিবার সকালে বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণ করেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, মেধবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ আমিনুল ইসলাম আমির প্রধান শিক্ষক, শ্যামনলীনি উচ্চ বিদ্যালয়, তোফাজ্জল হোসেন প্রধান শিক্ষক, পঞ্চসার ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, মোঃ শফিকুল হাসান তুষার সাবেক কাউন্সিলর, ৭নং ওয়ার্ড পৌরসভা, মোঃ আব্দুল হক সভাপতি, বিক্রমপুর ইটারনাল কিন্ডারগার্টেন এসোসিয়েশন, মোঃ নুরুল আমিন সাধারণ সম্পাদক, ৯নং ওয়ার্ড বি এন পি
বিএনপি নেতা জাকির সহ আরো অনেকে।
এসময় অনুষ্ঠানে উপস্থিত সকলকে স্কুলের পক্ষ আন্তরিকভাবে ধন্যবাদ জানান রেডরোজ আইডিয়াল স্কুলের পরিচালক ও অধ্যক্ষ মোঃ উজ্জ্বল আহমেদ।