দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল আজ রোববার বিকেলে প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক রুবীনা ইয়াসমীন জানান, দুপুরে ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয় এবং বিকেল সাড়ে ৪টার পর ফল প্রকাশ করা হয়।
এবারের ভর্তি পরীক্ষায় ৬০,৯৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন, তাদের মধ্যে ৪৫.৬২ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষায় উত্তীর্ণ ৫,৩৭২ শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।
এছাড়া, এবারের ভর্তি পরীক্ষায় মোট আসন ছিল ৫,৩৮০টি, যেখানে ২৫.১৪ পরীক্ষার্থী একটি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন। গত শিক্ষাবর্ষের তুলনায় আসনপ্রতি ৬ জন প্রতিদ্বন্দ্বী বেড়েছে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের মোবাইল ফোনে খুদে বার্তায় ফল জানানো হয়েছে। পরীক্ষার ফল জানাতে শিক্ষার্থীরা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটেও গিয়ে ফল দেখতে পারবেন।
দেশে ১১০টি মেডিকেল কলেজ রয়েছে, যার মধ্যে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ। সরকারী মেডিকেল কলেজগুলোতে ভর্তি মেধাতালিকার ভিত্তিতে করা হয় এবং শীর্ষস্থানীয় কলেজগুলোতে তালিকার ওপরের শিক্ষার্থীরা ভর্তি হন।
এবারের ভর্তি পরীক্ষায় চারটি বিষয়ের ওপর নম্বর বিভাজন করা হয়েছে: জীববিজ্ঞানে ৩০, রসায়নে ২৫, পদার্থবিজ্ঞানে ২০, ইংরেজিতে ১৫ এবং সাধারণ জ্ঞানে (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি) ১০। পরীক্ষায় ১ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল এবং সঠিক উত্তর পেলে ১ নম্বর প্রদান করা হয়। ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যায়।
এ বছর, ৪০ নম্বরের নিচে প্রাপ্ত শিক্ষার্থীরা অকৃতকার্য হিসেবে বিবেচিত হয়েছেন এবং বিদেশে এমবিবিএস বা সমতুল্য কোর্সে ভর্তি হওয়ার অনুমতি পাননি।