দেশের জনপ্রিয় মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ দীর্ঘদিন পর অভিনয়ে ফিরেছেন। এবার তিনি অভিনয় করেছেন বিটিভির ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ নাটক ‘সোনার সিন্দুক’-এ। নাটকটি রচনা করেছেন আলী ইমরান, চিত্রগ্রহণ করেছেন আনোয়ার হোসেন বুলু এবং প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস।
‘সোনার সিন্দুক’ নাটকের গল্প আবর্তিত হয়েছে অলংকারপুরের জমিদারবাড়িকে ঘিরে। জমিদার রাজা চৌধুরীর উইল অনুযায়ী, গ্রামের স্কুল, মসজিদ এবং মাদ্রাসা ট্রাস্টের অর্থে পরিচালিত হয়। জমিদারবাড়ির উত্তরাধিকারী সোহেল চৌধুরী বিদেশে পড়াশোনা শেষে সদ্যবিবাহিত স্ত্রী উপমাকে নিয়ে দেশে ফিরে আসেন। ট্রাস্টের শর্ত অনুযায়ী, সোহেল সোনার একটি সিন্দুক এবং ট্রাস্টের টাকা পায়।
উপমা সিন্দুক খুলতে অস্থির হয়ে ওঠে এবং একসময় সিন্দুক খুলে টাকাপয়সা ও সোনা দ্বিগুণ হয়ে যায়। পরবর্তীতে উপমা নিজেকে আরও সুন্দর করতে সিন্দুকের ভেতরে ঢুকে যায়, যার ফলে সোহেল একই চেহারার দুজন উপমাকে দেখতে পেয়ে চমকে যায়। জমিদারবাড়ির অদ্ভুত এই রহস্য ঘিরেই এগিয়ে যায় নাটকের কাহিনি।
‘সোনার সিন্দুক’ নাটকে মৌকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। এই চরিত্রে অভিনয় নিয়ে তিনি গণমাধ্যমকে বলেন, "আমার খুব কম অভিনয় করা হয়। গল্প পছন্দ হলে তবেই অভিনয় করি। এই নাটকের গল্পটি আমাকে ভীষণভাবে আকৃষ্ট করেছে। দ্বৈত চরিত্রে অভিনয়ের আলাদা চ্যালেঞ্জ রয়েছে এবং এটি করতে পেরে ভালো লেগেছে।"
মৌয়ের বিপরীতে অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর। নাটকটিতে আরও আছেন আজম খান, ফারুক আহমেদ, মাসুদ রানা মিঠু, ওবায়দুর রহমান এবং তাবাসসুম মিথিলা।
‘সোনার সিন্দুক’ নাটকটি ২৫ ডিসেম্বর বিটিভির হীরকজয়ন্তী উপলক্ষে রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে। বিশেষ এই নাটক নিয়ে দর্শকদের আগ্রহ ও প্রত্যাশা তুঙ্গে।
মৌ জানিয়েছেন, নাটকের চমৎকার গল্প এবং বিটিভির মতো দেশের ঐতিহ্যবাহী গণমাধ্যমে কাজ করতে পারাটা তার জন্য ভীষণ আনন্দের।