1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রমনা বটমূলে নববর্ষের মিলনমেলা, শুভের প্রত্যাশায় প্রেস সচিব - RT BD NEWS
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেওয়ানগঞ্জে গাছ কাটার সময় পড়ে শ্রমিকের মৃত্যু বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির নবনির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহণ ও প্রথম সভা অনুষ্ঠিত নকশা লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা: রাজউক চেয়ারম্যান নারী বিশ্বকাপে বাংলাদেশ! নেট রানরেটের জোরে বাদ পড়ল ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ-ভিয়েতনাম G2G চুক্তির আওতায় সাড়ে ১২ হাজার মেট্রিক টন চাল পৌঁছেছে কুয়েটে উপাচার্যের প্রতীকী গদি জ্বালিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ বাংলাদেশের বর্তমান নেতৃত্বের ‘ভারত-বিরোধী কৌশল’ নিয়ে উদ্বিগ্ন নয়াদিল্লি, বাড়ছে অর্থনৈতিক চাপ গাজায় ফের ইসরায়েলি হামলা: দুই দিনে নিহত ৯২ ফিলিস্তিনি, যুদ্ধবিরতির নতুন প্রস্তাব পর্যালোচনায় হামাস আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে মা নিজে দুই শিশু সন্তানকে বঁটি দিয়ে নির্মম হত্যা করেছেন

রমনা বটমূলে নববর্ষের মিলনমেলা, শুভের প্রত্যাশায় প্রেস সচিব

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
প্রধান উপদেষ্টার প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

বাংলা নববর্ষ ১৪৩২-এর প্রথম প্রহরে রাজধানীর রমনা বটমূলে জমে ওঠে বর্ষবরণ উৎসবের মিলনমেলা। বর্ণাঢ্য আয়োজনে শামিল হন নানা শ্রেণিপেশার মানুষ। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সকালেই বর্ষবরণ উপলক্ষে রমনা বটমূলে এসে তিনি বলেন, “দেশ থেকে অমঙ্গল ইতোমধ্যে দূর হয়ে গেছে। আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে চেষ্টা করছি। যেটুকু অশুভ আছে, তাও দূর হয়ে যাবে।”

তিনি আরও বলেন, “আজ রমনা বটমূলে সবার মিলনমেলা। আমরা সবাই সকাল থেকেই খুব আনন্দে আছি। একটা ‘নতুন’ নববর্ষকে বরণ করছি।”

নববর্ষের বৈচিত্র্যময়তা তুলে ধরে প্রেস সচিব বলেন, “আমাদের এবারের নববর্ষে প্রত্যাশা ছিল—সব জাতি-গোষ্ঠী, পাহাড়ি ও সমতলের ভাই-বোনেরা একসঙ্গে নববর্ষ পালন করবেন। তারা বিজু, বৈসু, সাংগ্রাই করেছেন; আমরা বৈশাখ করছি। একসঙ্গে সবাই মিলে বর্ষবরণ করছি নির্মল পরিবেশে।”

তিনি জানান, সকাল ৬টা থেকেই রমনায় চলছে সংগীত, কবিতা ও সাংস্কৃতিক পরিবেশনা। “আমরা আশা করি, বাংলাদেশের অশুভতা দূর হবে, জরা কেটে যাবে, দেশ উন্নতির পথে এগিয়ে যাবে।”

এছাড়াও, ফেসবুকে নিজের এক পোস্টে মজার ছলে তিনি লিখেছেন, “আপা তার ওয়াদা রাখলেন, ফিরে আসলেন আরও ভয়ংকর রূপে!”

নববর্ষ উপলক্ষে চারুকলা অনুষদ থেকে শুরু হওয়া বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ঘুরে ফিরে আবার চারুকলায় এসে শেষ হয়। এই শোভাযাত্রায় দেখা যায় নানা রকম মুখোশ, রঙিন শিল্পকর্ম ও ফ্যাসিস্ট প্রতিকৃতির প্রতীক। শাহবাগ, টিএসসি, শহীদ মিনার, দোয়েল চত্বরসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলো ভরে ওঠে উৎসবের আবহে।

শোভাযাত্রায় সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষার্থী, শিল্পী, শিক্ষক, সংস্কৃতিকর্মীসহ নানা শ্রেণির মানুষ অংশগ্রহণ করেন। বাংলা নতুন বছরকে বরণ করতে সারাদেশের মতো রাজধানীজুড়েও ছিল উৎসবমুখর পরিবেশ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট