বৈশাখ মাস শুরুর পর থেকেই দেশে নিয়মিত ঝড়-বৃষ্টির দেখা মিলছে। আজ সোমবার (২১ এপ্রিল) ভোর থেকেই রাজধানী ঢাকার আকাশ ছিল মেঘাচ্ছন্ন। সকাল ৮টার দিকেই মেঘ ভেঙে নামে বৃষ্টি, যা ঢাকার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। ফলে অফিসগামী মানুষ, পথচারী ও দিনমজুর শ্রেণির নাগরিকরা চরম ভোগান্তির শিকার হন।
এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সকাল ৬টা ৪৫ মিনিট থেকে পরবর্তী দুই থেকে চার ঘণ্টার মধ্যে ঢাকা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, বগুড়া, পাবনা, গাইবান্ধা, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বা তার অধিক গতিবেগে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।
এ সময় স্বাভাবিকের তুলনায় বেশি গতির বাতাস বয়ে যেতে পারে এবং দেশের বিভিন্ন স্থানে দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়।
আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী— লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
সোমবার (২১ এপ্রিল):
সিলেট বিভাগে কিছু কিছু জায়গায়
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায়
অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
মঙ্গলবার (২২ এপ্রিল):
ময়মনসিংহ ও সিলেট বিভাগে কিছু কিছু জায়গায়
রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায়
দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
বুধবার (২৩ এপ্রিল):
সিলেট বিভাগের দুই-এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলা এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামী পাঁচ দিনে সারাদেশে দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।