আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দলগুলোর জন্য নিবন্ধনের সময়সীমা আরও দুই মাস বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২১ এপ্রিল) ছিল নিবন্ধনের আবেদনের শেষ দিন। তবে রাজনৈতিক দলগুলোর অনুরোধে সময় বাড়িয়ে তা ২২ জুন ২০২৫ পর্যন্ত করা হয়েছে।
ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, “অনেক রাজনৈতিক দল সময় চেয়ে আবেদন করেছে। কেউ কেউ আবেদন করলেও আরও সময় চাচ্ছে প্রস্তুতির জন্য। এসব বিবেচনায় কমিশন সিদ্ধান্ত নিয়েছে নিবন্ধনের সময় ২২ জুন পর্যন্ত বাড়ানো হবে।”
নির্বাচন কমিশনের তথ্য মতে, এ পর্যন্ত ৬৫টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। এদের মধ্যে নব গঠিত জাতীয় নাগরিক পার্টি (NCP) একটি উল্লেখযোগ্য নাম, যারা সময়সীমা আরও ৯০ দিন বাড়ানোর আবেদন করেছিল।
গত ১০ মার্চ নির্বাচন কমিশন একটি গণবিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল, ২০ এপ্রিল পর্যন্ত রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন গ্রহণ করা হবে। সময়সীমা শেষ হওয়ার আগেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশনের সঙ্গে সরাসরি বৈঠক করে সময় বাড়ানোর অনুরোধ জানায়।
এনসিপির প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এর সঙ্গে বৈঠকে বসে এবং এরপরেই কমিশন থেকে অফিশিয়ালভাবে সময়সীমা বৃদ্ধি করার ঘোষণা দেওয়া হয়।
"Representation of the People Order (RPO), 1972" অনুযায়ী, রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন জমা দিতে হবে ইসির নির্ধারিত সময়ের মধ্যে। এবার যারা নির্ধারিত সময় মিস করেছে, তারা বাড়ানো এই দুই মাসের মধ্যে আবেদনের সুযোগ পাচ্ছে।
যে সকল নতুন রাজনৈতিক দল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চায়, তাদের জন্য নিবন্ধন একটি বাধ্যতামূলক ধাপ। এখন যেহেতু সময় বাড়ানো হয়েছে, তাই দলগুলোকে যথাযথ কাগজপত্র প্রস্তুত করে এই সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।