1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে চাপ বাড়াচ্ছেন ট্রাম্প, পুতিনের ওপর চরম ক্ষুব্ধ - RT BD NEWS
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেওয়ানগঞ্জে গাছ কাটার সময় পড়ে শ্রমিকের মৃত্যু বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির নবনির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহণ ও প্রথম সভা অনুষ্ঠিত নকশা লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা: রাজউক চেয়ারম্যান নারী বিশ্বকাপে বাংলাদেশ! নেট রানরেটের জোরে বাদ পড়ল ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ-ভিয়েতনাম G2G চুক্তির আওতায় সাড়ে ১২ হাজার মেট্রিক টন চাল পৌঁছেছে কুয়েটে উপাচার্যের প্রতীকী গদি জ্বালিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ বাংলাদেশের বর্তমান নেতৃত্বের ‘ভারত-বিরোধী কৌশল’ নিয়ে উদ্বিগ্ন নয়াদিল্লি, বাড়ছে অর্থনৈতিক চাপ গাজায় ফের ইসরায়েলি হামলা: দুই দিনে নিহত ৯২ ফিলিস্তিনি, যুদ্ধবিরতির নতুন প্রস্তাব পর্যালোচনায় হামাস আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে মা নিজে দুই শিশু সন্তানকে বঁটি দিয়ে নির্মম হত্যা করেছেন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে চাপ বাড়াচ্ছেন ট্রাম্প, পুতিনের ওপর চরম ক্ষুব্ধ

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৩১ মার্চ, ২০২৫
পুতিন- ট্রাম্প

তিন বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে সক্রিয় ভূমিকা নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি সংঘাত নিরসনে উদ্যোগী হয়েছেন। তবে আশানুরূপ অগ্রগতি না হওয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর চরম ক্ষুব্ধ ও বিরক্ত হয়েছেন ট্রাম্প।

সোমবার (৩১ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্প গত কয়েক সপ্তাহ ধরে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চালিয়ে গেলেও পুতিনের কাছ থেকে ইতিবাচক সাড়া পাননি। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি ইউক্রেনে রক্তপাত বন্ধের চেষ্টা করছি। কিন্তু যদি রাশিয়া সমঝোতায় না আসে, এবং যদি আমি মনে করি দায় তাদের— তাহলে রাশিয়ার তেলের ওপর ৫০ শতাংশ সেকেন্ডারি শুল্ক আরোপ করব।’

ট্রাম্প অভিযোগ করেন, পুতিন ইচ্ছাকৃতভাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করছেন। এ কারণেই তিনি রাশিয়ার প্রেসিডেন্টের ওপর অত্যন্ত রেগে আছেন। তিনি বলেন, ‘আমি খুব রেগে গিয়েছিলাম, যখন পুতিন জেলেনস্কির বিশ্বাসযোগ্যতা নিয়ে কথা বলতে শুরু করেছিলেন। কারণ এটি সঠিক পথে যাচ্ছে না। নতুন নেতৃত্ব মানেই দীর্ঘমেয়াদী চুক্তি সম্ভব নয়।’

এর আগে ট্রাম্প রাশিয়ার প্রতি তুলনামূলক নমনীয় ছিলেন। তবে এবারই প্রথমবারের মতো যুদ্ধবিরতি নিয়ে সমঝোতা না হলে রাশিয়ার বিরুদ্ধে কঠোর বাণিজ্যিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিলেন তিনি।

ট্রাম্পের হুঁশিয়ারির ফলে কূটনৈতিক বল এখন মস্কোর কোর্টে চলে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। হোয়াইট হাউস এই বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য না করলেও ইউরোপীয় নেতাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকে মনে করছেন, ট্রাম্প হয়তো গোপনে পুতিনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন।

গত ছয় সপ্তাহের মধ্যে ট্রাম্প একদিকে জেলেনস্কির নেতৃত্বকে কটাক্ষ করেছেন এবং ইউক্রেনকে কিছু বিষয়ে ছাড় দিতে বলেছেন, অন্যদিকে পুতিনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন বলে অভিযোগ উঠেছে। তবে সর্বশেষ সাক্ষাৎকারে ট্রাম্পের কৌশল বদলের আভাস পাওয়া যাচ্ছে।

ট্রাম্প বলেন, ‘ক্রেমলিন আমার ক্ষোভের কথা জানে। তবে পুতিনের সঙ্গে আমার সম্পর্ক সবসময়ই ভালো ছিল। যদি তিনি (পুতিন) সঠিক সিদ্ধান্ত নেন, তাহলে আমার রাগ দ্রুত চলে যাবে।’ এই মন্তব্যে ইঙ্গিত পাওয়া যায় যে, রাশিয়া যদি যুদ্ধবিরতিতে রাজি হয়, তাহলে সম্পর্ক স্বাভাবিক হতে পারে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট