মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবারও ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে গরু, খাসির মাংস, দুধ, ডিম ও মাছ বিক্রি করবে, এমন তথ্য জানিয়েছেন মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি আজ সোমবার রাজধানীর ফার্মগেট কৃষি গবেষণা কাউন্সিলে এক অনুষ্ঠানে এই ঘোষণা দিয়েছেন।
এবার রোজায় গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা দরে বিক্রি করা হবে। যদিও প্রথমে গরু ও খাসির মাংস বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছিল মন্ত্রণালয়, তবে পরে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, রোজার মাসে সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যকর ও মানসম্মত পণ্য সরবরাহের জন্য এই ভ্রাম্যমাণ দোকান ব্যবস্থা চালু করা হবে। তিনি আরও জানান, গরু, খাসির মাংস, দুধ, ডিম, মাছ বিক্রির পাশাপাশি বিভিন্ন প্রাণীজ পণ্য সাশ্রয়ী মূল্যে জনগণের কাছে পৌঁছানো হবে।