1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে জিয়ানগর উপজেলায় আলোচনা সভা - RT BD NEWS
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ১৩৮.২০ মিলিয়ন ডলারের সহায়তা করবে চীন “কাচারী শাহী ঈদগাহ মাঠ” ফের সংরক্ষণের অনুরোধ: ঐতিহ্য, ধর্ম এবং মানবিক আবেগের আহ্বান সিলেট টেস্টের শুরুতেই ধাক্কা, শান্ত-মুমিনুলের ব্যাটে বাংলাদেশকে টেনে তোলার চেষ্টা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগে ঘুষ বাণিজ্য ও বিলাসী জীবনের ইতি টানছে ‘হোয়াইট বাবু’র দিন দেওয়ানগঞ্জে গাছ কাটার সময় পড়ে শ্রমিকের মৃত্যু বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির নবনির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহণ ও প্রথম সভা অনুষ্ঠিত নকশা লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা: রাজউক চেয়ারম্যান নারী বিশ্বকাপে বাংলাদেশ! নেট রানরেটের জোরে বাদ পড়ল ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ-ভিয়েতনাম G2G চুক্তির আওতায় সাড়ে ১২ হাজার মেট্রিক টন চাল পৌঁছেছে কুয়েটে উপাচার্যের প্রতীকী গদি জ্বালিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে জিয়ানগর উপজেলায় আলোচনা সভা

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
জিয়ানগর উপজেলায় আলোচনা সভা

পিরোজপুরের জিয়ানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক হাসান বিন মুহাম্মদ আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন— জিয়ানগর উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর কবির মান্নু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলী হোসেন ও সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল, ৪নং ইন্দুরকানি সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন, ৩নং বালিপাড়া ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম বাবুল তালুকদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি খান মো. নাসির উদ্দিন ও সেক্রেটারি মনিরুজ্জামান খান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

রাত ১২:০১ মিনিটে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে উপজেলা প্রশাসন, বিএনপি, জামায়াতে ইসলামী, উপজেলা প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাবসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের পক্ষ থেকে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, ছড়া, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা ও অন্যান্য সাংস্কৃতিক কার্যক্রমের আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার।

আলোচনা সভায় বক্তারা ভাষা আন্দোলনের ইতিহাস ও শহীদদের অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি সালাম, রফিক, বরকত, জব্বার, শফিউলসহ আরও অনেকেই বাংলা ভাষার জন্য জীবন দিয়েছেন। তাদের আত্মত্যাগের ঋণ কোনো দিন শোধ করা সম্ভব নয়। ভবিষ্যৎ প্রজন্মের কাছে ভাষা শহীদদের সঠিক ইতিহাস তুলে ধরার গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়।

বাংলা ভাষার জন্য শহীদদের আত্মত্যাগ চিরস্মরণীয় উল্লেখ করে তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়। বক্তারা আরও বলেন, বাংলাদেশ ও বাঙালি জাতি যতদিন থাকবে, ভাষা শহীদদের ততদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট