বলিউডের আলোচিত দুই পরিবার বচ্চন ও খান—এবার কি তবে আত্মীয়তায় বাঁধতে চলেছে? অনেকদিন ধরেই গুঞ্জন, শাহরুখ খানের কন্যা সুহানা খান প্রেম করছেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা-এর সঙ্গে। আর এবার সেই গুঞ্জনে নতুন মাত্রা যোগ করেছে বচ্চন পরিবারের সদস্যদের প্রতিক্রিয়া।
শোনা যাচ্ছে, সুহানার সঙ্গে এখন নিবিড় যোগাযোগ বচ্চন পরিবারের। এমনকি অভিষেক বচ্চন নাকি সুহানার মাথায় হাত রেখে আশীর্বাদও করেছেন! যদিও অগস্ত্যার মা শ্বেতা বচ্চন নন্দা একটু কঠোর স্বভাবের, তবে এবার তার প্রতিক্রিয়াই যেন বদলে দিল সব সমীকরণ।
ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা জানিয়েছে, সম্প্রতি সুহানার এক ফটোশুটে মুগ্ধ হয়েছেন শ্বেতা বচ্চন নন্দা। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি সুহানার সৌন্দর্যের প্রশংসা করে লিখেছেন—
“ঝলমল করছো!”
শুধু তাই নয়, শ্বেতার সেই মন্তব্য আবার ভাগ করে নিয়েছেন তার মেয়ে নভ্যা নভেলি নন্দা। এরপর থেকেই বি-টাউনে জোর গুঞ্জন—শাহরুখ খানের মান্নাত ও বচ্চন বাড়িতে বাজতে চলেছে বিয়ের সানাই!
সুহানা ও অগস্ত্য যে একে অপরকে ভালোবাসেন, সেই খবর বহুদিনের। একসঙ্গে পার্টি, ডিনার ডেট কিংবা ছুটি কাটানোর মুহূর্তগুলো প্রায়ই ধরা পড়ে ক্যামেরায়। অনেকবার তাদের সঙ্গে দেখা গেছে নভ্যা নভেলি নন্দাকেও।
সব মিলিয়ে বলিউডে এখন একটাই প্রশ্ন—সুহানা কি বচ্চন পরিবারের নতুন সদস্য হতে চলেছেন? উত্তরের অপেক্ষায় ভক্তরা!