বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড়—প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা বিশেষ মামলাগুলোর তদন্ত প্রতিবেদন চলতি মাসের মধ্যেই আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম।
শনিবার (১ মার্চ) সকালে সিলেট পিটিআই মিলনায়তনে অনুষ্ঠিত এক কর্মশালার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান। একই সঙ্গে তিনি বলেন, “এক থেকে দেড় মাসের মধ্যে মামলাগুলোর বিচারকাজ শুরু হবে।”
চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম আরও জানান, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি বিবেচনায় রয়েছে। তিনি বলেন, “এই চুক্তি আওয়ামী লীগ সরকারই করেছিল, তাই আশা করা যাচ্ছে, এর মাধ্যমেই তাকে ফেরত আনা সম্ভব হবে।”
এছাড়া ইন্টারপোলের মাধ্যমেও তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে “পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ” শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান, অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানসহ বিচার বিভাগ, সিলেট বিভাগের পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চলমান মামলাগুলো এবং তাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়ে দেশ-বিদেশে নানা আলোচনা চললেও, চিফ প্রসিকিউটরের সাম্প্রতিক বক্তব্যে বিষয়টি আরও গুরুত্ব পেয়েছে। এখন দেখার বিষয়, তদন্ত প্রতিবেদন দাখিলের পর রাজনৈতিক অঙ্গনে কী প্রভাব পড়ে!