পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রজনন বীজ উৎপাদন কেন্দ্রে মৌসুমী শ্রমিক হিসেবে অনুমোদন পাওয়া ৬০ জন শ্রমিক কাজে যোগদানের দাবিতে অনশন শুরু করেছিলেন। তাদের এই আন্দোলনের ফলশ্রুতিতে কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদের আশ্বাসে শ্রমিকরা অনশন ভঙ্গ করেছেন।
শনিবার (১৫ মার্চ) সকাল থেকে দেবীগঞ্জে প্রজনন বীজ উৎপাদন কেন্দ্র প্রাঙ্গণে এই শ্রমিকরা আমরণ অনশন কর্মসূচি শুরু করেন। তাদের দাবি ছিল, মৌসুমী শ্রমিক হিসেবে অনুমোদন পাওয়ার পরও তাদের কাজে যোগদানের সুযোগ দেওয়া হয়নি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফরহাদ হোসেন আজাদ উপস্থিত হয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের দাবি পূরণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন। একই সঙ্গে তিনি মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. অমল কুমার দাসের সঙ্গেও আলোচনায় মিলিত হন। তাদের আশ্বাসে শ্রমিকরা অনশন ভঙ্গ করেন।
ফরহাদ হোসেন আজাদ জানিয়েছেন, তিনি বিষয়টি গুরুত্বসহকারে দেখবেন এবং পর্যায়ক্রমে আরো শ্রমিক নিয়োগের ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন। শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি বাস্তবায়নে তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন বলেও আশ্বস্ত করেছেন।
এই ঘটনার পর শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরেছে এবং তারা আশাবাদী যে তাদের কর্মসংস্থানের সুযোগ দ্রুত নিশ্চিত হবে।