1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল, ২৬ এপ্রিল শুরু ওয়ানডে সিরিজ - RT BD NEWS
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান: ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই হবে অন্যায়ের প্রতিশোধ পিরোজপুরে চিংড়িপোনা বহনকারী মাইক্রোবাসে ডাকাতি, ৫ লাখ টাকার রেনু ছিনতাই কাতারে সশস্ত্র বাহিনী বিনিময় নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি ড. মুহাম্মদ ইউনূস কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নিন্দা বার্তা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপির অঙ্গীকার: নারীর জন্য ১০০ সংরক্ষিত আসনের ঘোষণা পিরোজপুরের যুবক হত্যায় ০২জনের যাবজ্জীবন কারাদণ্ড কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে উৎকোচ ছাড়া নড়ে না ফাইল! কালীগঞ্জে জারবেরা ফুল চাষে সফল তরুন কৃষি উদ্যেক্তা শামিম পিরোজপুরে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে সরকারি বই বিক্রির অভিযোগ, হাতেনাতে ধরা যুক্তরাজ্য থেকে ১৯,২৪৪ অপরাধী নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল, ২৬ এপ্রিল শুরু ওয়ানডে সিরিজ

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

চলতি এপ্রিল মাসেই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এরই মধ্যে সিরিজ খেলতে শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছেড়েছে যুবা টাইগাররা। সোমবার (২১ এপ্রিল) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেয় লাল-সবুজের প্রতিনিধিরা। সফরের আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে ক্রিকেটার ও কোচিং স্টাফরা অংশ নেন একটি দলীয় ফটোসেশনে।

এই সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত স্কোয়াডে আছেন অধিনায়ক আজিজুল হাকিম তামিমসহ প্রতিভাবান একঝাঁক তরুণ ক্রিকেটার। তাদের সঙ্গে আরও পাঁচজন ক্রিকেটারকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই তালিকায়।

যুবাদের শ্রীলঙ্কা সফর শুরু হবে ২৪ এপ্রিল একটি ওয়ার্ম-আপ ম্যাচ দিয়ে। এরপর ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে ম্যাচ। সিরিজের বাকি ম্যাচগুলো হবে ২৮ এপ্রিল, ১, ৩, ৬ ও ৮ মে। প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার হাম্বানটোটায়।

ঘোষিত স্কোয়াডে আছেন আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার, সামিউন বাশির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন, রাফি উজ জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী অ্যালিন, সানজিদ মজুমদার, সাদ ইসলাম রাজিন, শাহরিয়ার আহমেদ, মোহাম্মদ আব্দুল্লাহ এবং ফারহান শাহরিয়ার। এছাড়া স্ট্যান্ডবাই হিসেবে আছেন রিফাত বেগ, ইয়াসির আরাফাত, মেহরাব হোসেন সিসান, ফারজান আহমেদ আলিফ এবং শাহরিয়ার আল আমিন।

এই সফরের মাধ্যমে অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা আন্তর্জাতিক মঞ্চে নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ পাবে। একই সঙ্গে ভবিষ্যৎ বিশ্বকাপ ও বড় টুর্নামেন্টের জন্য সম্ভাব্য খেলোয়াড়দের গড়ে তোলার লক্ষ্যেই এই সিরিজকে দেখছে বিসিবি। ক্রিকেট বিশ্লেষকদের মতে, প্রতিযোগিতাপূর্ণ এই সিরিজ বাংলাদেশ যুবাদের জন্য বড় এক চ্যালেঞ্জ হতে চলেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট