বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান বলেছেন, “দেশে অনেক ধরনের সংস্কার প্রয়োজন হলেও সংবিধান সংস্কার একমাত্র সংসদেই হতে পারে, অন্য কোনো মাধ্যমে নয়।” তিনি বলেন, “সংবিধান বাদ দিয়ে সংস্কার করতে চায় এমন ব্যক্তিরা আসলে নিজেদের সীমা অতিক্রম করছেন।”
মঙ্গলবার (৮ এপ্রিল) মৌলভীবাজারের ইম্পিরিয়েল মেডিকেল কলেজ মাঠে আয়োজিত এক সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।
নাসের রহমান বলেন, “দেশ এখন দুটি ধারায় বিভক্ত—একদল বলছে নির্বাচন, নির্বাচন, আরেকদল বলছে সংস্কার, সংস্কার। সংস্কার প্রয়োজন, এতে কোনো সন্দেহ নেই, তবে এর জন্য সীমাহীন সময় দেওয়া যাবে না। আজকাল একটা নতুন শব্দও খুব বেশি ব্যবহার হচ্ছে—‘যৌক্তিক’। এটি একটি ইসলামী দল বেশি ব্যবহার করছে। কিন্তু এই ‘যৌক্তিক’ সময়সীমা কত, তা তারা নিজেরাও বলতে পারে না। রাজনীতির ইতিহাসে ‘যৌক্তিক’ বলে কোনো শব্দ চলে না।”
তিনি ইঙ্গিত করেন, “এই কথাগুলো যারা বলছে, তাদের পিছনে রয়েছে দুইজন ‘তাত্ত্বিক গুরু’। তারা বলছেন, সংবিধান বাদ দিয়ে নতুন সংবিধান তৈরি করতে হবে। অথচ তাদের বয়সই এই সংবিধানের অর্ধেক। তারা কীভাবে সংবিধান নিয়ে কথা বলে? পরিবর্তন দরকার হলে তা হবে নির্বাচনের পরে, সংসদে আলোচনা করে। আগে থেকেই এসব দাবি করাটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”
তিনি আরও বলেন, “বিএনপি ইনশাআল্লাহ ২৫০টি আসন পেয়ে ক্ষমতায় আসবে। এটাই তাদের ভয়।”
তিনি যোগ করেন, “আড়াইশো না হোক, বিএনপি যদি ২০১টি আসনও পায়, তাহলেও সংবিধান সংস্কারের অধিকার রাখে। কিন্তু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরিষ্কার বলেছেন—বিএনপি একতরফা কিছু করবে না। সব দলের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবে।”