পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় জব্বার (৪০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে ১২ টার সময় দেবীগঞ্জ উপজেলার দেবীগঞ্জ ও বোদা এশিয়ান মহাসড়কের দেবীডুবা ইউনিয়নের চুলিয়ার মোড়ের একটু আগে ট্রাক, পিকআপ ও ভ্যানের ত্রি-মুখী সংঘর্ষে এই দুঘর্টনাটি ঘটে।
মৃত ভ্যান চালকের বাড়ী দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের ধানমাড়া গ্রামে। সে ঐ গ্রামের মোবারক আলীর সন্তান বলে জানা গেছে।
দুঘর্টনাটি ঘটার সময় এই রাস্তার পথচারী আতিক হোসেন জানান, একটি দ্রুত গ্রামী ট্রাক দেবীগঞ্জ হতে বোদা দিকে যাচ্ছিল, এসময় ঐ ট্রাকটি বিপরিত দিকে থেকে দ্রুত গ্রামী একটি পিকআপ গাড়ীকে সাইড দিতে গিয়ে ভ্যান চালকে ধাক্কা দেয়। এ সময় ভ্যান চালক রাস্তায় পড়ে গিয়ে চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়।
স্থানীয় লোকজন সাথে সাথে ট্রাকে পিষ্ট হওয়া ভ্যান চালকে দ্রুত দেবীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কতব্যরত চিকিৎসক তার মৃত্যু হয়ছে বলে।
দুর্ঘটনাস্থলে সামনে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টো পড়ে। এসময় ট্রাকটির চালক ও হেলপার পালিয়ে যায়।
স্থানীয় জনতা পিকআপ ভ্যানটিকে ধাওয়া করে দেবীগঞ্জ করতোয়া সেতু এলাকা আটক করে পিকআপ গাড়ির ড্রাইভার ইমরোল হোসেন (৩৮) সহ পিকআপ গাড়িটি থানায় সোপাদ করে।
দেবীগঞ্জ থানার ওসি মো সোহেল রানা জানান, সড়ক দুর্ঘটনায় এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। এব্যাপারে সড়ক আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরো জানান, ভ্যান চালকের মরদেহটি ডাক্তারি রিপোর্ট নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পিকআপ চালককে তার পিকআপ সহ থানায় আটক করা হয়েছে। ট্রাকটি দুঘর্টনাস্থল হতে থানায় নিয়ে আসা হবে।