1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
সাংবাদিকদের সাথে পিরোজপুর জেলা পুলিশ সুপারের ঈদোত্তর মতবিনিময় সভা অনুষ্ঠিত - RT BD NEWS
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
নকশা লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা: রাজউক চেয়ারম্যান নারী বিশ্বকাপে বাংলাদেশ! নেট রানরেটের জোরে বাদ পড়ল ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ-ভিয়েতনাম G2G চুক্তির আওতায় সাড়ে ১২ হাজার মেট্রিক টন চাল পৌঁছেছে কুয়েটে উপাচার্যের প্রতীকী গদি জ্বালিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ বাংলাদেশের বর্তমান নেতৃত্বের ‘ভারত-বিরোধী কৌশল’ নিয়ে উদ্বিগ্ন নয়াদিল্লি, বাড়ছে অর্থনৈতিক চাপ গাজায় ফের ইসরায়েলি হামলা: দুই দিনে নিহত ৯২ ফিলিস্তিনি, যুদ্ধবিরতির নতুন প্রস্তাব পর্যালোচনায় হামাস আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে মা নিজে দুই শিশু সন্তানকে বঁটি দিয়ে নির্মম হত্যা করেছেন হাওর অঞ্চলে বৈষম্য দূর ও প্রকৃত মৎস্যজীবীদের স্বার্থে ইজারা প্রথা বাতিলের আহ্বান বিলাসবহুল পণ্যের আড়ালে ‘মেইড ইন চায়না’: ফাঁস হলো গুচি-প্রাডার উৎপাদন রহস্য

সাংবাদিকদের সাথে পিরোজপুর জেলা পুলিশ সুপারের ঈদোত্তর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
সাংবাদিকদের সাথে পিরোজপুর জেলা পুলিশ সুপারের ঈদোওর মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিরোজপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসেরের ঈদোত্তর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১১ এপ্রিল) রাতে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই সভায় উপস্থিত সাংবাদিক ও পুলিশ প্রশাসনের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং পেশাগত দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি এস. এম. রেজাউল ইসলাম শামীম। সঞ্চালনার দায়িত্বে ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস. এম. তানভীর আহমেদ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পুলিশ সুপার খান মুহাম্মাদ আবু নাসের। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আলমগীর হোসেন এবং সদর থানার অফিসার ইনচার্জ মো. রবিউল ইসলাম। এছাড়াও জেলার শীর্ষস্থানীয় সাংবাদিকরাও এই সভায় অংশ নেন।

পুলিশ সুপার তাঁর বক্তব্যে সাংবাদিকদের ‘জাতির বিবেক’ আখ্যা দিয়ে বলেন,“সাংবাদিকেরা সমাজের দর্পণ। তারা প্রতিদিনের বাস্তবতা, অনিয়ম এবং অপরাধ তুলে ধরেন, যা আমাদের আইন-শৃঙ্খলা রক্ষার কাজে গুরুত্বপূর্ণ সহায়ক হয়ে ওঠে।”

তিনি আরও বলেন,“সাংবাদিকতা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একে অপরের পরিপূরক। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দুই পক্ষেরই সমানভাবে বলিষ্ঠ ভূমিকা পালন করা প্রয়োজন।”

পুলিশ সুপার বিশেষভাবে প্রশংসা করেন পিরোজপুর জেলার সাংবাদিকদের নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ এবং দায়িত্বশীল সাংবাদিকতার জন্য। তিনি বলেন, “পিরোজপুরের সাংবাদিকেরা আন্তরিকতার সঙ্গে তাদের পেশাগত দায়িত্ব পালন করছেন। দেশের অন্য জেলার জন্য তারা একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন।”

তিনি সাংবাদিকদের আরও বেশি অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান এবং তাদের পেশাগত দায়িত্ব পালনে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।

সভা শেষে এক হৃদ্যতাপূর্ণ পরিবেশে সাংবাদিক এবং পুলিশ প্রশাসনের প্রতিনিধিদের মধ্যে মতবিনিময় এবং শুভেচ্ছা বিনিময় হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট