সাধারণ মানুষ চায়, বর্তমান অন্তর্বর্তী সরকার যেন আরও পাঁচ বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে—এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আগের তুলনায় দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। যারা পরিস্থিতি অস্থিতিশীল করতে চায়, তাদের আমরা আইনের আওতায় আনছি। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও জোরদার করা হবে।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, “ক্রিমিনাল হ্যান্ডওভারের বিষয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের একটি চুক্তি আছে। সেই চুক্তির আওতায় শেখ হাসিনাকে আনার চেষ্টা করা হতে পারে।”
তিনি আশ্বস্ত করে বলেন, “ভারতের সঙ্গে বাংলাদেশের কোনও যুদ্ধের শঙ্কা নেই।”
ধানের ভালো ফলনের কথা উল্লেখ করে তিনি বলেন, “পতিত জমি চাষাবাদের আওতায় আনতে ৫০০ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।”
থানা পরিদর্শনের পর তিনি সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওরে ধানকাটা কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী, সিলেট রেঞ্জ ডিআইজি মুশফেকুর রহমান, এবং জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া প্রমুখ।