বিগত বছরটি ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবিরের জন্য ছিল একান্তভাবে চ্যালেঞ্জিং। মাদকের সঙ্গে নাম জড়িয়ে কিছু সমালোচনার মুখে পড়লেও, তিনি সেই অন্ধকার সময়কে পেছনে ফেলে এবারের সিজেএফবি অ্যাওয়ার্ডে ‘বেস্ট অ্যাকট্রেস’ পুরস্কার জিতে নিজের প্রতিভা এবং পরিশ্রমের স্বীকৃতি পেলেন। পুরস্কারটি নিয়ে সাফা বলেন, “এটি অন্ধকারের মাঝে ছোট্ট একটি আলোর মতো, যা আমার শিল্প এবং পরিশ্রমকে নতুন অনুপ্রেরণা দিয়েছে।”
সাফা কবিরের এবারের অর্জন তার অভিনেত্রী জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা। ২০২৪ সালে তিনি একাধিক এক্সপেরিমেন্টাল কাজের মাধ্যমে আলোচনায় ছিলেন এবং নতুন বছরের জন্য আরো গল্পপ্রধান কাজ করতে চান। শুধু টিভি নাটক নয়, সিনেমাতেও অভিনয়ের পরিকল্পনা রয়েছে তার। তিনি বলেন, “ভালো গল্প ও পরিচালকের জন্য অপেক্ষা করছি, সঠিক টাইমিং এ আমি বড় পর্দায় হাজির হব।”
এছাড়া, সাফা কবির জানিয়েছেন যে ২০২৫ সালে নিজের একটি ক্লথিং ব্র্যান্ড লঞ্চ করার পরিকল্পনা রয়েছে। নিজের গল্পে কাজ করারও ইচ্ছে রয়েছে তার, যেহেতু ভালো গল্পের কাজ তার কাছে এখনো আসেনি।
অভিনয়ের পাশাপাশি, সাফা কবির দেশের জনপ্রিয় নাটকগুলোর মধ্যে ‘পারুল’ নাটকের জন্য সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হন, যেখানে তিনি আলোক হাসানের পরিচালনায় অভিনয় করেছেন। তার সাফল্যের ধারাবাহিকতায়, নতুন বছরে তিনি নিজের কাজ এবং পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে চান।
সিনেমায় অভিনয়ের ইচ্ছে, নিজের গল্পে কাজ করার পরিকল্পনা, ২০২৫ সালে ক্লথিং ব্র্যান্ড লঞ্চ, ভালো সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হওয়া।
পুরস্কার পাওয়া এবং নতুন পরিকল্পনার পাশাপাশি, সাফা কবির আরও জানান যে, তিনি বিয়ে নিয়েও চিন্তাভাবনা করছেন এবং এবছর বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছেন।
সাফা কবিরের জন্য ২০২৫ হবে এক নতুন পথে এগিয়ে যাওয়ার বছর, যেখানে তিনি নতুন কাজের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করতে প্রস্তুত।