সাবেক গোয়েন্দা কর্মকর্তা ও আলোচিত পুলিশ কর্মকর্তা নাজমুল ইসলাম সুমনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। হত্যাচেষ্টা, প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে দায়ের করা এক মামলায় এই পরোয়ানা জারি করা হয়।
মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকা মহানগর ১ম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। আদালত ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনারকে পরোয়ানা কার্যকর করার নির্দেশ দিয়েছেন।
এই মামলা দায়ের করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওনের মা। যদিও মামলার বিস্তারিত বিবরণ প্রকাশ করা হয়নি, তবে মামলায় উল্লেখিত অভিযোগগুলোর মধ্যে রয়েছে, হত্যাচেষ্টা, প্রতারণা, চাঁদাবাজি।
নাজমুল ইসলাম সুমনকে সম্প্রতি ওএসডি (অবসরে থাকা বিশেষ দায়িত্বে) করে বরিশালে বদলি করা হয়। তবে দীর্ঘদিনেও তিনি নতুন কর্মস্থলে নিয়মিত যোগদান করেননি। পরে তিনি বরিশালে অস্থায়ীভাবে যোগ দিয়ে আবারও ছুটিতে আসেন, যা কর্তৃপক্ষের নজরে আসে।
নাজমুল ইসলাম সুমন সাইবার ক্রাইম ইউনিটের এডিসি (সহকারী উপ-পুলিশ কমিশনার) হিসেবে দায়িত্ব পালনকালে নানা বিতর্কের জন্ম দেন। তার বিরুদ্ধে রয়েছে, বিরোধী মত দমন ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ, বিএনপি, জামাতপন্থী বলে সন্দেহভাজনদের আটক ও নির্যাতন, সরকারবিরোধী সোশ্যাল মিডিয়া পোস্টকারীদের গ্রেফতার ও চাপ প্রয়োগ, সাংবাদিকদের ভয়ভীতি দেখিয়ে রিপোর্ট বাতিল করানোর অভিযোগ।
বিশেষ করে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘শায়েস্তা’ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি।
৫ আগস্টের ঘটনার পর থেকে নাজমুল ইসলাম সুমনের বিরুদ্ধে আচরণগত পরিবর্তনের অভিযোগ উঠেছে। অনেকেই বলছেন, তিনি নিজেকে বিএনপিপন্থি হিসেবে পরিচয় দেওয়ার চেষ্টা করছেন এবং অতীতের কর্মকাণ্ড আড়াল করার চেষ্টা করছেন।