সারাদেশে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৮৫ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে আরও ৯০৮ জনসহ মোট ১ হাজার ৪৯৩ জনকে আটক করা হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
অভিযানে উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম:
এই সময় একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় তৈরি এলজি, ১০ রাউন্ড গুলি, ৪৭ রাউন্ড গুলির খোসা, ৩টি কার্তুজ, একটি ম্যাগজিন, একটি লোহার দা এবং ৬টি চাকু ও সুইচ গিয়ার জব্দ করা হয়েছে।
গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার ৮ ফেব্রুয়ারি থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু করে। এর আগে, শনিবার (২২ ফেব্রুয়ারি) অভিযানে ৭৬৯ জনকে গ্রেপ্তার করা হয় এবং অন্যান্য মামলায় ৫৭২ জনকে আটক করা হয়।
সরকার জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।