মুন্সীগঞ্জের সিরাজদিখানে গাছ কাটাকে কেন্দ্র করে মারামারি ঘটনার ইছহাক মোল্লা নামে একজনকে কুপিয়ে জখম করা হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে উপজেলার কোলা গ্রামে এ ঘটনা ঘটে।
জানাগেছে, ইছহাক মোল্লার সাথে তার ভাই ছিদ্দিক মোল্লার জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছে। এ বিষয়ে থানায় ও আদালতে একাধিক মামলা মোকদ্দমা ও রয়েছে। সেই বিরোধের জের ধরে ও গত দুই দিন পূর্ব গাছা কাটার ঘটনায় সিদ্দিক মোল্লা থানায় অভিযোগ করলে সেই অভিযোগ সাক্ষী দেওয়াকে কেন্দ্র করে দ্বন্দ্বের সৃষ্টি হয়। তারই জেরে রবিবার সকালে ইছহাক মোল্লা ও তার ভাই ইদ্রিস মোল্লার সাথে ঝগড়া বাধে। ঝগড়ার একপর্যায়ে ছিদ্দিক মোল্লার ছেলে বিপ্লব মোল্লা ঘটনাস্থলে উপস্থিত হলে ইসাহাক মোল্লা তার মাথায় আঘাত করে। এরপরেই উভয় পক্ষের সংঘর্ষের একপর্যায়ে ইছহাক মোল্লাকে হাত-পাসহ শরীরে বিভিন্ন স্থানে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পরে আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার কতে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশংকা জনক হওয়াশ প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।
এ বিষয়ে ছিদ্দিক মোল্লার স্ত্রী কোলা ইউপি সংরক্ষিত নারী সদস্য রওশনারা বেগম বলেন, আমার স্বামী ও তার ভাইয়ের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছে। আজকে সকালে ঘটনাস্থলে গিয়ে দেখি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সাইফুল ইসলাম মিন্টু জানান, যতটুকু জানতে পেরেছি জমিজমা সংক্রান্ত বিরোধের যারে এই ঘটনা ঘটেছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন বলেন, ঘটনা শুনে সাথে সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গিয়েছিলাম। ঘটনাস্থলে অফিসার ও ফোর্স পাঠিয়েছিলাম এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে