সিলেট টেস্টের প্রথম দিনে শুরুতেই জোড়া উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ের শঙ্কা জাগায় বাংলাদেশ। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হকের দৃঢ়তায় সেই বিপর্যয় সামাল দিয়ে মধ্যাহ্ন বিরতিতে স্বস্তির জায়গায় গেছে টাইগাররা।
রবিবার (২০ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুটা ছিল বেশ আশাব্যঞ্জক। ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম ৩১ রানের উদ্বোধনী জুটি গড়ে দলকে ভালো শুরু এনে দেন।
তবে হঠাৎ করেই খেই হারিয়ে ফেলে টাইগাররা। মাত্র ১ রানের ব্যবধানে দুই ওপেনারই সাজঘরে ফিরে যান। সাদমান ২৩ বলে ১২ রান এবং জয় করেন ৩৫ বলে ১৪ রান। এই জোড়া ধাক্কায় চাপে পড়ে যায় স্বাগতিক দল।
তবে এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং মুমিনুল হক দৃঢ়তা দেখান। তারা দু’জনই জিম্বাবুয়ের বোলারদের বিরুদ্ধে কৌশলী ব্যাটিং করে রানের গতি ধরে রাখেন এবং উইকেট আর না হারিয়ে দলকে মধ্যাহ্ন বিরতিতে নিয়ে যান। প্রথম সেশনে ২৪ ওভার শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করেছে ৮৪ রান। শান্ত ৩০ এবং মুমিনুল ২১ রানে অপরাজিত আছেন।
গুরুত্বপূর্ণ তথ্য একনজরে:
ম্যাচ: বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে, প্রথম টেস্ট
স্থান: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
টস: বাংলাদেশ জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত
বর্তমান স্কোর: ২৪ ওভারে ২ উইকেটে ৮৪ রান
উইকেট: মাহমুদুল হাসান জয় (১৪), সাদমান ইসলাম (১২)
ক্রিজে: শান্ত (৩০*), মুমিনুল (২১*)
সার্বিকভাবে, প্রথম সেশনে দ্রুত উইকেট হারালেও শান্ত ও মুমিনুলের দায়িত্বশীল ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ দল। দ্বিতীয় সেশনে তাদের লক্ষ্য থাকবে বড় জুটি গড়ে দলকে শক্ত ভিত গড়ে দেওয়ার।