1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
সীমান্তে উত্তেজনা ও রাষ্ট্রদূতকে তলব নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করে জানালেন জয়সওয়াল - RT BD NEWS
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনার মদনে ১২ বছরের শিশু দুই মাসের অন্তঃসত্ত্বা, সালিশ বৈঠক থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ স্মৃতিশক্তি ও মানসিক সতেজতায় বাদামের সঙ্গে ১০টি উপকারী খাবার রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোসহ সংবিধান সংস্কারে বিএনপির ৫ দফা প্রস্তাব স্বর্ণের দামে ঊর্ধ্বগতি: স্মারক স্বর্ণ মুদ্রার মূল্য বৃদ্ধি করলো বাংলাদেশ ব্যাংক সিলেট টেস্টের প্রথম দিন দুঃস্বপ্ন বাংলাদেশের, চালকের আসনে জিম্বাবুয়ে ‘আর্থনা সামিট-২০২৫’–এ যোগ দিতে কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কাহারোলে ওপেন হাউস ডে অনুষ্ঠিত: নারী ও শিশু নির্যাতনসহ সামাজিক অপরাধ রোধে সচেতনতামূলক উদ্যোগ নাইজেরিয়ার বেনু রাজ্যে বন্দুকধারীদের হামলায় এক রাতে নিহত ৫৬ চীনের দুটি বিশ্বমানের হাসপাতালের সঙ্গে ঢাকা মেডিকেলের চুক্তি স্বাক্ষর ঝিনাইদহে জমি বিরোধের জেরে ব্যবসায়ীর বাড়িতে হামলা ও লুটপাট

সীমান্তে উত্তেজনা ও রাষ্ট্রদূতকে তলব নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করে জানালেন জয়সওয়াল

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল

বাংলাদেশ-ভারত সীমান্তে সাম্প্রতিক উত্তেজনা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সংবাদ সম্মেলনে ভারতের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেছেন, ভারত বাংলাদেশের সঙ্গে অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিত করতে তার দেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে রণধীর জয়সওয়াল বলেন, ‘‘আমরা আমাদের অবস্থান খুব পরিষ্কার করেছি। আমরা ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করেছি এবং সীমান্তে বেড়া দেওয়ার বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট করেছি।’’ তিনি আরও বলেন, ‘‘আমরা বাংলাদেশকে জানাতে চাই, আন্তঃসীমান্ত অপরাধমূলক কর্মকাণ্ড, চোরাচালান ও পাচার রোধে সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে কাঁটাতারের বেড়া, সীমান্তে আলো স্থাপন এবং প্রযুক্তিগত ডিভাইস স্থাপন করার মাধ্যমে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’’

জয়সওয়াল জানান, ‘‘আমরা আশা করছি, বাংলাদেশের সহযোগিতায় এসব সমঝোতা বাস্তবায়ন হবে এবং সীমান্তে অপরাধের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।’’ তিনি বলেন, ‘‘ভারত চায়, বাংলাদেশ সঙ্গে আমাদের সম্পর্ক ইতিবাচক দিকে এগিয়ে যাক এবং দ্বিপক্ষীয় সম্পর্ক উভয় দেশের জনগণের জন্য উপকারী হোক।’’

জয়সওয়াল আরও বলেন, ‘‘আমরা ইতিবাচক সম্পর্ক চাই এবং এ বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট করা হয়েছে।’’ তিনি ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফরের কথা উল্লেখ করে বলেন, ‘‘আমরা বলেছিলাম, আমরা বাংলাদেশ জনগণের সঙ্গে ফেডারেল সম্পর্ক চাই এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক উভয় দেশের জনগণের জন্য ভালো হোক।’’

গত সপ্তাহে, ভারত বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করেছিল। ভারত জানিয়েছে, তারা সীমান্তে সুরক্ষা ব্যবস্থার বিষয়ে সমস্ত প্রোটোকল এবং চুক্তি অনুসরণ করেছে, বিশেষত বেড়া দেওয়ার সময়ে। তার একদিন পর, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করার পর, বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকেও তলব করা হয়।

বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং এটি নিয়ে আপত্তি জানিয়েছে।

ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে সাম্প্রতিক উত্তেজনা এবং বিভিন্ন দেশের কর্মকর্তার তলব বিষয়টি উভয় দেশের মধ্যে আলোচনার একটি নতুন পর্ব তৈরি করেছে। তবে ভারত ইতিবাচক সম্পর্কের পক্ষ থেকে তার অবস্থান স্পষ্ট করেছে এবং আশা করছে, বাংলাদেশ সীমান্ত সুরক্ষায় সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট