ভারতের মুম্বাইয়ের তরুণ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অ্যাঞ্জেল রাই সম্প্রতি লাগাতার প্রাণনাশের হুমকি পাচ্ছেন। এমনকি তাকে জীবন্ত পুড়িয়ে ফেলার হুমকিও দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২২ বছর বয়সী অ্যাঞ্জেল রাই মুম্বাইয়ের বাঙ্গুর নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।
অ্যাঞ্জেল রাই জানান, ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে লাগাতার প্রাণনাশের হুমকি পাচ্ছেন তিনি। ১৬ মার্চ তাকে ই-মেইলের মাধ্যমে জীবন্ত পুড়িয়ে ফেলার হুমকি দেওয়া হয়, যা তাকে আরও বেশি আতঙ্কিত করে তুলেছে।
গোরেগাঁও ওয়েস্টের বাসিন্দা অ্যাঞ্জেল রাই দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছেন। বর্তমানে ২৫ লাখের বেশি ফলোয়ার রয়েছে তার বিভিন্ন প্ল্যাটফর্মে।
সম্প্রতি ‘ঘোটালা’ নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। সিরিজটির ট্রেলার প্রকাশের পর থেকেই হুমকির পরিমাণ আরও বেড়ে যায়। এতে মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি এবং প্রতিমুহূর্তে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
অ্যাঞ্জেল রাইয়ের অভিযোগের ভিত্তিতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পুলিশ।