1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
‘স্বাধীনতা কনসার্ট’ সাময়িক স্থগিত করেছে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন - RT BD NEWS
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নকশা লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা: রাজউক চেয়ারম্যান নারী বিশ্বকাপে বাংলাদেশ! নেট রানরেটের জোরে বাদ পড়ল ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ-ভিয়েতনাম G2G চুক্তির আওতায় সাড়ে ১২ হাজার মেট্রিক টন চাল পৌঁছেছে কুয়েটে উপাচার্যের প্রতীকী গদি জ্বালিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ বাংলাদেশের বর্তমান নেতৃত্বের ‘ভারত-বিরোধী কৌশল’ নিয়ে উদ্বিগ্ন নয়াদিল্লি, বাড়ছে অর্থনৈতিক চাপ গাজায় ফের ইসরায়েলি হামলা: দুই দিনে নিহত ৯২ ফিলিস্তিনি, যুদ্ধবিরতির নতুন প্রস্তাব পর্যালোচনায় হামাস আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে মা নিজে দুই শিশু সন্তানকে বঁটি দিয়ে নির্মম হত্যা করেছেন হাওর অঞ্চলে বৈষম্য দূর ও প্রকৃত মৎস্যজীবীদের স্বার্থে ইজারা প্রথা বাতিলের আহ্বান বিলাসবহুল পণ্যের আড়ালে ‘মেইড ইন চায়না’: ফাঁস হলো গুচি-প্রাডার উৎপাদন রহস্য

‘স্বাধীনতা কনসার্ট’ সাময়িক স্থগিত করেছে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
‘স্বাধীনতা কনসার্ট’

ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে এবং নির্যাতিত জনগণের প্রতি সংহতি প্রকাশ করতে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় পূর্বনির্ধারিত ‘স্বাধীনতা কনসার্ট’ সাময়িকভাবে স্থগিত করেছে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন।

মহান স্বাধীনতা দিবস (২৬ মার্চ) উপলক্ষে আয়োজিত এই কনসার্টে বাংলাদেশি শিল্পীরা অংশগ্রহণ করার কথা ছিল। কনসার্টটি ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং বগুড়ার বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা ছিল। তবে ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরাইলি বাহিনীর বর্বরতার তীব্র প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’র সভাপতি শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ও সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বকুল এক বিবৃতিতে জানান, ইসরাইলের বর্বরতা এবং বিশ্ববাসীর নির্লিপ্ত আচরণ অসহনীয় এবং মানবতার বিরুদ্ধে অপরাধ। তারা বলেন, “এমন ভয়ঙ্কর বর্বরতার নিন্দা ভাষায় প্রকাশ সম্ভব নয়।”

ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর নৃশংস হামলায় ইতোমধ্যেই হাজার হাজার নিরপরাধ মানুষ প্রাণ হারিয়েছে। বিশেষ করে শিশু, নারী ও বৃদ্ধদের হত্যা করছে ইসরাইলি সেনারা। এই বর্বরতা এবং মানবতাবিরোধী কার্যকলাপের প্রতিবাদে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ কনসার্টটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে, তারা এ সিদ্ধান্ত পরিবর্তন করে শুক্রবার (১১ এপ্রিল) কনসার্টটি একদিন পিছিয়ে শনিবার (১২ এপ্রিল) উদ্‌যাপনের সিদ্ধান্ত নেয়। তবে, পরিস্থিতি বিবেচনা করে শেষমেশ কনসার্টটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

ফাউন্ডেশন জনগণের প্রতি আবেদন জানিয়েছে, তারা যেন ইসরাইলের মানবতাবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে সোচ্চার হন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনের এই মানবাধিকার লঙ্ঘন বন্ধ করার জন্য তৎপর হতে আহ্বান জানানো হয়েছে।

এমনকি সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন জানিয়েছে, গাজা ও রাফায় ইসরাইলের দখলদার বাহিনীর বর্বর আক্রমণের বিরুদ্ধে দেশের আপামর জনগণকে সোচ্চার হতে হবে এবং মানবাধিকার রক্ষায় নিজেদের দায়িত্ব পালন করতে হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট