হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মাত্র এক ঘণ্টার ব্যবধানে একটি মার্কেটের ১৫টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার শাহজিবাজার এলাকার সুতাং উত্তর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে জানিয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গভীর রাতে মার্কেটের একটি দোকান থেকে প্রথমে আগুনের শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা তড়িৎ ফায়ার সার্ভিসে খবর দিলে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত দোকানের তালিকায় যা ছিল, ধানের গুদাম, লেপ-তোষক বিক্রির দোকান, ওষুধের দোকান, মুরগির খামার, মুদি দোকান, চায়ের স্টল, লাইব্রেরি, ফার্নিচার দোকান, রেস্টুরেন্ট, সারের ডিলার শপ, মোট পুড়ে যাওয়া দোকান: ১৫টি।
পোড়া মার্কেটটি আমেরিকা প্রবাসী মেরাজ মিয়ার মালিকানাধীন বলে জানা গেছে। তার নামে মার্কেটটি এলাকায় পরিচিত ছিল। আগুন লাগার পর ঘটনাস্থলে ব্যাপক জনসমাগম হয় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো বাজার এলাকায়।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম বলেন, “রাত ৩টার দিকে সুতাং উত্তর বাজারে আগুন লাগার খবর পেয়ে দ্রুত আমাদের দুটি ইউনিট পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করছি আগুনের সূত্রপাত হয়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে। দ্রুত পদক্ষেপ নেওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে ১৫টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।”
প্রত্যক্ষদর্শী ও দোকানদাররা জানান, পুড়ে যাওয়া দোকানগুলোর প্রতিটিরই লাখ টাকার পণ্য ও মালামাল ছিল। অনেকের ব্যবসা এখন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তারা সরকারের কাছে আর্থিক সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।