সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ৬ হাজার ৫৩১ জনের নিয়োগপত্র প্রদান আপাতত স্থগিত করেছে হাইকোর্ট। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
জানা গেছে, কোটাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করে এই নিয়োগপত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে এ বিষয়ে উত্থাপিত একটি মামলার শুনানিতে আদালত নিয়োগ কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেন।
আগামীকাল (বুধবার) থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই সাড়ে ৬ হাজার শিক্ষকের নিয়োগপত্র প্রদান কার্যক্রম শুরু করার কথা ছিল। হাইকোর্টের এই আদেশে নিয়োগপ্রাপ্তদের অপেক্ষা আরও দীর্ঘায়িত হলো।
আদেশে আদালত উল্লেখ করেছে, কোটাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত আইনি ও সাংবিধানিক প্রশ্ন রয়েছে, যা নিস্পত্তি না হওয়া পর্যন্ত নিয়োগ কার্যক্রম স্থগিত থাকবে।
এখন পর্যন্ত আদালতের চূড়ান্ত আদেশের জন্য অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। তবে এই আদেশে ৬ হাজার ৫৩১ জন প্রার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।