নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের তিন সদস্যকে সন্ত্রাসবিরোধী আইনে রিমান্ডে পাঠিয়েছে ঢাকা আদালত। তারা গত ৭ মার্চ, শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে ‘মার্চ ফর খিলাফত’ কর্মসূচি সফল করার উদ্দেশ্যে পরামর্শ সভা করছিলেন।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জোনাইদের আদালত তাদের রিমান্ডের আদেশ দেন। আসামিদের মধ্যে মনিরুল ইসলামকে ২ দিনের রিমান্ড এবং মোহতাসিন বিল্লাহ ও মাহমুদুল হাসানকে ১ দিনের রিমান্ড দেওয়া হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা আদালতে হাজির হয়ে তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন, তবে আদালত শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন।
নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সদস্যরা ৭ মার্চ (শুক্রবার) জুম্মার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে ‘মার্চ ফর খিলাফত’ কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছিলেন। তাদের পরিকল্পনা ছিল জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি ও উগ্রবাদী মতাদর্শ প্রচার করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটানো। এজন্য তারা উত্তরা পশ্চিম থানাধীন ১১ নম্বর সেক্টরের ১৬ নম্বর রোডের ৪৬ নম্বর বাসায় একত্রিত হয়ে পরামর্শ করেছিলেন।
এ ঘটনায় অভিযান চালিয়ে, রাত ১২টা ৫ মিনিটে মোহতাসিন বিল্লাহ ও মনিরুল ইসলামকে আটক করা হয়। অন্যান্য সদস্যরা পালিয়ে যান। পরে, রাত সাড়ে ১২টার দিকে মাহমুদুল হাসানকে উত্তরা পশ্চিম থানাধীন ১২ নম্বর সেক্টরের ১/এ রোডের ১৬ নম্বর বাসার ৪ নম্বর ফ্ল্যাট থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য হিসেবে পরিচয় দেন।
এছাড়া, জানা গেছে যে, হিযবুত তাহরীরের সদস্যরা দেশের সার্বভৌমত্ব ও সংহতি বিপন্ন করতে এবং নাশকতা সৃষ্টি করার উদ্দেশ্যে এ কর্মসূচির আয়োজন করছিলেন।
আদালত তদন্তের নির্দেশ দিয়েছে এবং রিমান্ডে থাকা তিনজনের জিজ্ঞাসাবাদ চালিয়ে তাদের বিরুদ্ধে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছে। সংগঠনের কার্যকলাপের সাথে আরও সদস্যদের যোগসূত্র থাকতে পারে বলে তদন্তকারীরা ধারণা করছেন।