বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) দেশের ১০টি অর্থনৈতিক অঞ্চলের পরিকল্পনা বাতিল করেছে। এর মধ্যে ৫টি সরকারি ও ৫টি বেসরকারি অর্থনৈতিক অঞ্চল রয়েছে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিডার পরিচালনা পরিষদের সর্বশেষ বৈঠকে, যা অনুষ্ঠিত হয় রবিবার (১৩ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকের পর ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকে জানান, পরিকল্পনার বাস্তবায়ন সম্ভাবনা ও অগ্রগতির অভাবের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাতিল হওয়া সরকারি অর্থনৈতিক অঞ্চল, সোনাদিয়া ইকো ট্যুরিজম পার্ক – কক্সবাজার, সুন্দরবন ট্যুরিজম পার্ক – বাগেরহাট, গজারিয়া অর্থনৈতিক অঞ্চল – মুন্সীগঞ্জ, শ্রীপুর অর্থনৈতিক অঞ্চল – গাজীপুর, ময়মনসিংহ অর্থনৈতিক অঞ্চল – ময়মনসিংহ।
বাতিল হওয়া বেসরকারি অর্থনৈতিক অঞ্চল, বিজিএমইএ গার্মেন্টস শিল্প পার্ক – মুন্সীগঞ্জ, ছাতক ইকোনমিক জোন – সুনামগঞ্জ, ফমকম ইকোনমিক জোন – বাগেরহাট, সিটি স্পেশাল ইকোনমিক জোন – ঢাকা, সোনারগাঁও অর্থনৈতিক অঞ্চল – নারায়ণগঞ্জ।
বিডার পক্ষ থেকে জানানো হয়েছে, এসব অঞ্চলের বাস্তবায়নে দীর্ঘ সময়েও উল্লেখযোগ্য অগ্রগতি না থাকায় রাষ্ট্রীয় সম্পদ ও অর্থ অপচয়ের ঝুঁকি ছিল। সেই কারণে ভবিষ্যত বিনিয়োগ পরিকল্পনা পুনর্বিন্যাস ও অর্থনৈতিক দক্ষতা বাড়াতে এই সিদ্ধান্ত সময়োপযোগী বলে মনে করছে কর্তৃপক্ষ।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত দেশের অর্থনৈতিক অঞ্চল ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তন আনতে সহায়ক হতে পারে, যদিও তাৎক্ষণিক কিছু বিনিয়োগ পরিকল্পনায় প্রভাব পড়তে পারে।