সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২ ঘণ্টা রাজধানীর বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) ডেমরা সিটি গেট স্টেশনের (সিজিএস) সঞ্চালন লাইনের মেরামত কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিতাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত ডেমরা, মাতুয়াইল, যাত্রাবাড়ী, শ্যামপুর, রায়েরবাগ, ধোলাইরপাড়, সায়েদাবাদ, নন্দীপাড়া, খিলগাঁও, বাসাবো, মতিঝিল, রামপুরা, বাড্ডা, মালিবাগ, বনশ্রী, শাজাহানপুর, ঢাকা ক্যান্টনমেন্ট, গুলশান, বনানীসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বা গ্যাসের চাপ অনেক কমে যেতে পারে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং তাদের সহযোগিতার আহ্বান জানিয়েছে।
এ সময় গ্যাস সরবরাহ স্বাভাবিক না থাকায় ভোগান্তি এড়াতে এলাকাবাসীকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
গ্রাহকদের পক্ষ থেকে অভিযোগ এড়াতে এবং সঠিক তথ্য জানাতে তিতাস গ্যাসের হটলাইন নম্বর চালু থাকবে বলে জানানো হয়েছে।