আগামী ৩০ নভেম্বরের মধ্যে সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দাখিল করতে হবে, এমন নির্দেশনা জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রবিবার (১৭ নভেম্বর) মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, "সরকারি কর্মচারীরা তাদের সম্পদের বিবরণী গোপনীয়তার সঙ্গে সিলগালা খামে কর্তৃপক্ষ বরাবর দাখিল করবেন"।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ৩০ নভেম্বরের মধ্যে সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দিতে হবে। প্রতি বছরের সম্পদ বিবরণী ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দেয়ার নিয়ম থাকলেও, চলতি বছর বিশেষ কারণে আগামী ৩০ নভেম্বরের মধ্যে হিসাব জমা দিতে হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান ২২ সেপ্টেম্বর জানিয়েছিলেন, ১৫ লাখ সরকারি কর্মচারীকে 'সরকারি কর্মচারী আচরণবিধি ১৯৭৯' এর আওতায় তাদের সম্পদের হিসাব সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে।
এ বছরের জন্য সরকারি কর্মচারীরা তাদের সম্পদ বিবরণী নির্দিষ্ট ফরমে পূরণ করে সিলগালা খামে জমা দিতে পারবেন। সোমবারই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সম্পদ বিবরণী ফরম এবং দাখিলের পদ্ধতি জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।