দেশের খাদ্য ও জ্বালানি নিরাপত্তা এবং কৃষি উৎপাদন ব্যবস্থাকে স্থিতিশীল রাখতে বাংলাদেশ সরকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আমদানি প্রস্তাব অনুমোদন করেছে। এর মধ্যে রয়েছে ৫০ হাজার টন সেদ্ধ চাল, তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি), এবং বিভিন্ন দেশ থেকে সার আমদানি।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে ভারতীয় প্রতিষ্ঠান এসএইএল অ্যাগ্রি কমোডিটিজ লিমিটেড থেকে ৫০ হাজার টন সেদ্ধ চাল আমদানির প্রস্তাব অনুমোদিত হয়েছে।
চালের দাম: প্রতি কেজি ৫৬ টাকা ৫৯ পয়সা, টনের দাম: ৪৭১ দশমিক ৬০ মার্কিন ডলার, মোট ব্যয়: ২ কোটি ৩৫ লাখ ৮০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ২৮২ কোটি ৯৬ লাখ টাকা)।
অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, উন্মুক্ত দরপত্রের ভিত্তিতে পাঁচটি আবেদন জমা পড়ার পর সর্বনিম্ন দরদাতা হিসেবে এসএইএল অ্যাগ্রি কমোডিটিজ লিমিটেড নির্বাচিত হয়।
দেশের জ্বালানি সংকট নিরসনে বৈঠকে দুটি কার্গো তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। সরবরাহকারী প্রতিষ্ঠান: সিঙ্গাপুরভিত্তিক ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড। দাম: প্রতি এমএমবিটিইউ ১৪ দশমিক ৫৫ মার্কিন ডলার। মোট ব্যয়: ১ হাজার ৩৬৬ কোটি ৬৪ লাখ টাকা।
বৈঠকে ২ লাখ ৩০ হাজার টন বিভিন্ন ধরনের সার আমদানির প্রস্তাবও অনুমোদিত হয়েছে। এই সার আমদানি করা হবে সিঙ্গাপুর, রাশিয়া, কানাডা, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কাতার ও সৌদি আরব থেকে।
সরকারের এসব আমদানি পরিকল্পনা দেশের খাদ্য মজুত ও জ্বালানি সরবরাহের স্থিতিশীলতা বজায় রাখতে এবং কৃষি উৎপাদন ব্যবস্থাকে গতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।