1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
গোপালগঞ্জে মাছের ঘের কাটা নিয়ে সংঘর্ষ, আহত ২০ - RT BD NEWS
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ৬৯ বোতল ফেনসিডিলসহ ৩ ভারতীয় নাগরিক আটক অনিয়ম-দুর্নীতির অভিযোগে এনবিআরের দুই শীর্ষ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে খুলনার দিঘলিয়ায় সেনহাটি ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের দুই ইউনিটের ঘণ্টাব্যাপী অভিযান ১৫ বছর পর বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক: দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুজ্জীবনের সংকল্প চীনের মার্কিন এলএনজি আমদানি সম্পূর্ণ বন্ধ: জ্বালানি খাতে বাণিজ্য যুদ্ধে নতুন উত্তাপ রোহিঙ্গা সংকট নিরসন না হলে মিয়ানমারে শান্তি সম্ভব নয়: মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের স্পষ্ট বার্তা ঝিনাইদহে বিশেষ বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে করণীয় শীর্ষক মতবিনিময় সভা মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির নতুন কার্যকরী কমিটি গঠন, মিজানুর রহমান সিনহা আহ্বায়ক হাজার কোটি টাকা আত্মসাৎ ও মানি লন্ডারিং সালমান, শায়ান, শিবলী বিরুদ্ধে অভিযোগে

গোপালগঞ্জে মাছের ঘের কাটা নিয়ে সংঘর্ষ, আহত ২০

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
কোটালীপাড়া থানা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাছের ঘের কাটা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও গোপালগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) উপজেলার হিরণ ইউনিয়নের বর্ষাপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মতে, বর্ষাপাড়া গ্রামের স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম ফকির লোকজন নিয়ে জোরপূর্বক একই গ্রামের হাসমত আলী ফকিরসহ কয়েকজনের জমিতে মাছের ঘের কাটতে যান। এ সময় হাসমত আলী ফকির লোকজন নিয়ে বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

সংঘর্ষে ইউপি সদস্য ইব্রাহিম ফকির (৫৫), হাসমত আলী (৭০), মুকুল ফকির (৪৬), কামরুল ফকির (৬৫), তারিক ফকির (৪৫), জামসের ফকির (৩৮), সবুজ ফকির (৪০), পান্না ফকির (৬০), আব্দুল্লাহ ফকির (৩০)সহ অন্তত ২০ জন আহত হন।

গুরুতর আহতদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও গোপালগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসমত আলীর ছেলে ইমন ফকির বলেন, “ইউপি সদস্য ইব্রাহিম ফকির লোকজন নিয়ে জোর করে আমাদের জমিসহ কয়েকজনের জমিতে মাছের ঘের কাটতে ছিল। আমরা বাধা দিতে গেলে তারা হামলা চালায়, এতে আমার পিতা হাসমত আলী ফকিরসহ অনেকে আহত হন। আমরা প্রশাসনের কাছে ইব্রাহিম ফকিরের বিচার চাই।”

অন্যদিকে, ইউপি সদস্য ইব্রাহিম ফকিরের চাচাতো ভাই গাউস ফকির বলেন, “ইব্রাহিম ফকির হাসমত ফকিরের জমি বাদে অন্যদের জমিতে মাছের ঘের কাটছিল। হাসমত ফকিরের জমি কাটা হয়নি, তবুও তিনি লোকজন নিয়ে হামলা চালান। এতে ইব্রাহিম ফকিরসহ বেশ কয়েকজন আহত হন।”

কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, “এলাকার পরিবেশ শান্ত রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট