1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার দিঘলিয়ায় উন্মুক্ত E-GP পদ্ধতিতে লটারির মাধ্যমে ঠিকাদার নির্বাচন তিস্তা পাড়ে এক হাজার শয্যার চীনা বিশেষায়িত হাসপাতাল নির্মাণে স্থান পরিদর্শন দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশ-পাকিস্তান বৈঠক: ঢাকায় এসেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ জমালপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুর্নীতি ও অনিয়মের অবসান সময়ের দাবি পিরোজপুর জেলা কৃষক লীগের সভাপতি ও দুর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ ইসলামপুর থানায় বেড়েছে দালাল, ২ দালালকে থানায় প্রবেশ না করতে ওসির হুঁশিয়ারি ঢাকাসহ শহরাঞ্চলে তাপমাত্রা কমাতে সবুজায়নের উদ্যোগ: রিজওয়ানা হাসান আদানি বিদ্যুৎকেন্দ্রে জাতীয় গ্রিডে সরবরাহ আবার চালু হলো দক্ষিণ এশিয়ার পারস্পরিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ সক্রিয়: প্রেস সচিব নেশার টাকা যোগাতে গাছ বিক্রি করতে বাঁধা দেওয়ায় মাকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের বন্দরে ছাগলের খামারে অগ্নিসংযোগ ও কেয়ারটেকারকে হত্যাচেষ্টা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ২ এপ্রিল, ২০২৫
আগুনে ক্ষতিগ্রস্ত ছাগলের খামার – অগ্নিকাণ্ড থেকে প্রাণে বেঁচে যাওয়া খামারের কেয়ারটেকার সাদ্দাম।
আগুনে ক্ষতিগ্রস্ত ছাগলের খামার – অগ্নিকাণ্ড থেকে প্রাণে বেঁচে যাওয়া খামারের কেয়ারটেকার সাদ্দাম।

নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন ছোনখোলা এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার, ঈদুল ফিতরের রাতের শেষে ফজরের নামাজের সময়, দুর্বৃত্তরা ছাগলের খামারে আগুন লাগিয়ে কেয়ারটেকার সাদ্দাম (৩০) কে হত্যার চেষ্টা চালায়।

সাদ্দামের পরিবার, খামারের মালিকপক্ষ এবং এলাকাবাসী ধারণা করছেন, পূর্ব শত্রুতার জের ধরেই সাদ্দামের ওপর এই হত্যাচেষ্টা করা হয়েছে।

সাদ্দাম এই খামারের কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ছোনখোলা এলাকার আব্দুল মান্নানের ছেলে। উক্ত খামারটি স্থানীয় তিন যুবক—হাজী আব্দুল আউয়াল ব্যাপারীর অনার্স পাশ ছেলে আবু সালেহ (২৯), মোহাম্মদ রফিকের মাস্টার্স পাশ ছেলে আরমান এবং আব্দুর রহমানের এইচএসসি পাশ ছেলে আরমান মিলে গড়ে তোলেন।

তারা জানান, প্রথমে তিনজন মিলে তিন লাখ টাকা পুঁজি নিয়ে মাত্র তিনটি ছাগল দিয়ে খামারটি শুরু করেন। বর্তমানে সাদ্দামসহ সবার কঠোর পরিশ্রমে খামারের ছাগলের সংখ্যা ৩৪-এ পৌঁছেছে। তবে অগ্নিসংযোগের ঘটনায় চারটি ছাগল লুট হয়ে গেছে।

সাদ্দাম গত দুই বছর ধরে এই খামারেই রাত্রিযাপন করে আসছিলেন। তবে রমজানের শেষ ১০ দিন তিনি মসজিদে এতেকাফে ছিলেন। এতেকাফ শেষে ২৯ মার্চ চাঁদরাত এবং ঈদের রাত ৩১ মার্চ মঙ্গলবার তিনি তার নিজ ঘরে ঘুমান। দুর্বৃত্তরা হয়তো ভেবেছিল যে, এতেকাফ শেষে সাদ্দাম খামারেই ঘুমাচ্ছেন। তাই তারা ঠিক সেই জায়গাতেই আগুন লাগিয়ে দেয় যেখানে সাদ্দাম সাধারণত ঘুমাতেন।

তবে আল্লাহর রহমতে কাঠের পাটাতন আগুনে পুড়ে নিচে পড়ে গেলে আগুনও নিচে নেমে যায়, ফলে খামারের কোনো ছাগল পুড়ে যায়নি। অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে এবং সাদ্দামের পরিবার ও খামারের মালিকপক্ষ দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট