ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে এবং নির্যাতিত জনগণের প্রতি সংহতি প্রকাশ করতে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় পূর্বনির্ধারিত ‘স্বাধীনতা কনসার্ট’ সাময়িকভাবে স্থগিত করেছে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন।
মহান স্বাধীনতা দিবস (২৬ মার্চ) উপলক্ষে আয়োজিত এই কনসার্টে বাংলাদেশি শিল্পীরা অংশগ্রহণ করার কথা ছিল। কনসার্টটি ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং বগুড়ার বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা ছিল। তবে ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরাইলি বাহিনীর বর্বরতার তীব্র প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’র সভাপতি শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ও সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বকুল এক বিবৃতিতে জানান, ইসরাইলের বর্বরতা এবং বিশ্ববাসীর নির্লিপ্ত আচরণ অসহনীয় এবং মানবতার বিরুদ্ধে অপরাধ। তারা বলেন, “এমন ভয়ঙ্কর বর্বরতার নিন্দা ভাষায় প্রকাশ সম্ভব নয়।”
ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর নৃশংস হামলায় ইতোমধ্যেই হাজার হাজার নিরপরাধ মানুষ প্রাণ হারিয়েছে। বিশেষ করে শিশু, নারী ও বৃদ্ধদের হত্যা করছে ইসরাইলি সেনারা। এই বর্বরতা এবং মানবতাবিরোধী কার্যকলাপের প্রতিবাদে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ কনসার্টটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে, তারা এ সিদ্ধান্ত পরিবর্তন করে শুক্রবার (১১ এপ্রিল) কনসার্টটি একদিন পিছিয়ে শনিবার (১২ এপ্রিল) উদ্যাপনের সিদ্ধান্ত নেয়। তবে, পরিস্থিতি বিবেচনা করে শেষমেশ কনসার্টটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
ফাউন্ডেশন জনগণের প্রতি আবেদন জানিয়েছে, তারা যেন ইসরাইলের মানবতাবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে সোচ্চার হন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনের এই মানবাধিকার লঙ্ঘন বন্ধ করার জন্য তৎপর হতে আহ্বান জানানো হয়েছে।
এমনকি সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন জানিয়েছে, গাজা ও রাফায় ইসরাইলের দখলদার বাহিনীর বর্বর আক্রমণের বিরুদ্ধে দেশের আপামর জনগণকে সোচ্চার হতে হবে এবং মানবাধিকার রক্ষায় নিজেদের দায়িত্ব পালন করতে হবে।