1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
তিস্তা পাড়ে এক হাজার শয্যার চীনা বিশেষায়িত হাসপাতাল নির্মাণে স্থান পরিদর্শন - RT BD NEWS
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ৬৯ বোতল ফেনসিডিলসহ ৩ ভারতীয় নাগরিক আটক অনিয়ম-দুর্নীতির অভিযোগে এনবিআরের দুই শীর্ষ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে খুলনার দিঘলিয়ায় সেনহাটি ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের দুই ইউনিটের ঘণ্টাব্যাপী অভিযান ১৫ বছর পর বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক: দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুজ্জীবনের সংকল্প চীনের মার্কিন এলএনজি আমদানি সম্পূর্ণ বন্ধ: জ্বালানি খাতে বাণিজ্য যুদ্ধে নতুন উত্তাপ রোহিঙ্গা সংকট নিরসন না হলে মিয়ানমারে শান্তি সম্ভব নয়: মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের স্পষ্ট বার্তা ঝিনাইদহে বিশেষ বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে করণীয় শীর্ষক মতবিনিময় সভা মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির নতুন কার্যকরী কমিটি গঠন, মিজানুর রহমান সিনহা আহ্বায়ক হাজার কোটি টাকা আত্মসাৎ ও মানি লন্ডারিং সালমান, শায়ান, শিবলী বিরুদ্ধে অভিযোগে

তিস্তা পাড়ে এক হাজার শয্যার চীনা বিশেষায়িত হাসপাতাল নির্মাণে স্থান পরিদর্শন

রংপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
তিস্তা পাড়ে এক হাজার শয্যার চীনা বিশেষায়িত হাসপাতাল নির্মাণে স্থান পরিদর্শন

চীনের অর্থায়নে রংপুরে এক হাজার শয্যার একটি আধুনিক বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ বাস্তবায়নের পথে। এই লক্ষ্যে গঙ্গাচড়া উপজেলার তিস্তা নদী তীরবর্তী চর কলাগাছি এলাকায় স্থান পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে পরিদর্শন কার্যক্রমে অংশ নেন হাসপাতাল নির্মাণ প্রকল্পে যুক্ত কর্মকর্তা, রংপুরের জেলা প্রশাসক রবিউল ফয়সাল, গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা, লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদীসহ স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা।

চর কলাগাছির প্রায় ১০০ একর খাস জমির মধ্যে হাসপাতাল নির্মাণের জন্য প্রাথমিকভাবে ২০ একর জমি পরিদর্শন করা হয়। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে চীনা প্রতিনিধি দল সরেজমিনে এলাকা ঘুরে দেখবেন এবং হাসপাতালের জন্য সর্বোত্তম জায়গাটি নির্ধারণ করবেন বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা ড. ইঞ্জিনিয়ার জমিদার রহমান বলেন, “তিস্তা নদীর পাড়ে হাসপাতাল নির্মাণের স্থান হিসেবে চর কলাগাছি অত্যন্ত উপযোগী। পাশে রয়েছে তিস্তা ব্রিজ ও লালমনিরহাট বিমানবন্দর, যা যোগাযোগ ব্যবস্থাকে সহজ করবে।”

এ বিষয়ে লক্ষ্মীটারী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, “দীর্ঘদিন অবহেলিত ও নদী ভাঙ্গন কবলিত গঙ্গাচড়ার মানুষের উন্নয়ন ও চিকিৎসা সেবার মানোন্নয়নের জন্য এই হাসপাতালে নির্মাণের দাবি জানাই।”

গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা বলেন, “চীনা কর্তৃপক্ষ তিস্তা নদী তীরবর্তী কয়েকটি সম্ভাব্য জায়গা পরিদর্শন করছেন। গঙ্গাচড়ার চর এলাকাটি তাদের নজরে এসেছে। এখানে হাসপাতাল হলে উত্তরবঙ্গের নদী ভাঙ্গন কবলিত বিপুল জনগোষ্ঠী উপকৃত হবে।”

উল্লেখ্য, বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে চীন এই বিশেষায়িত হাসপাতালটি বাংলাদেশকে উপহার হিসেবে দিচ্ছে। হাসপাতালটি তিস্তা মহাপরিকল্পনা এলাকার নিকটে স্থাপিত হবে বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।

এই হাসপাতাল নির্মাণ বাস্তবায়িত হলে তা হবে উত্তরাঞ্চলের স্বাস্থ্যসেবার এক মাইলফলক।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট