দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত জাতীয় সংসদ সদস্য (এমপি) প্রার্থী মোঃ মতিউর রহমান কাহারোল উপজেলার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন।
বুধবার সন্ধ্যা ৮টায় কাহারোলের হোটেল শাহাদাতের ভিআইপি লাউঞ্জে এই মতবিনিময় সভার আয়োজন করে কাহারোল উপজেলা জামায়াতে ইসলামী। এতে প্রার্থী মোঃ মতিউর রহমান ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আয়োজক মাওলানা মোঃ তরিকুল, সাধারণ সম্পাদক মোঃ আঃ রাজ্জাক, দিনাজপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ জাকিরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি প্রার্থী মোঃ মতিউর রহমান বলেন, “আমি নির্বাচিত হলে এই অঞ্চলের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবো। বিশেষ করে কাহারোল উপজেলাকে পৌরসভায় রূপান্তর, একটি মাতৃ ও শিশু কল্যাণ হাসপাতাল প্রতিষ্ঠা এবং মাদক ও চাঁদাবাজ মুক্ত একটি সমাজ গঠনের কাজ আমার অগ্রাধিকার থাকবে।”
তিনি আরও বলেন, “এলাকার সাধারণ মানুষের উন্নয়নই আমার রাজনীতির মূল লক্ষ্য। জনগণের পাশে থেকে আমি কাজ করতে চাই। কাহারোল ও বীরগঞ্জকে একটি শান্তিপূর্ণ ও উন্নত মডেল এলাকায় রূপান্তর করাই হবে আমার মূল লক্ষ্য।”
মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকরা নানা প্রশ্ন ও মতামত তুলে ধরেন, যার জবাবে প্রার্থী মতিউর রহমান তাঁর উন্নয়ন পরিকল্পনা এবং ভবিষ্যৎ কর্মসূচির রূপরেখা ব্যাখ্যা করেন।