বাংলাদেশে চালের সরবরাহ ও মজুত নিশ্চিত করতে ভিয়েতনাম থেকে আরও সাড়ে ১২ হাজার মেট্রিক টন আতপ চাল আমদানি করেছে খাদ্য অধিদফতর। এই চালবাহী জাহাজটি ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
শনিবার (১৯ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে সরকারি পর্যায়ে (G2G) চাল আমদানির চুক্তি অনুযায়ী এই চাল দেশে আনা হয়েছে। মোট আমদানির চুক্তি: ১ লাখ মেট্রিক টন, ইতোমধ্যে দেশে এসেছে: ৭২,৭০০ মেট্রিক টন, নতুন চালবাহী জাহাজে এসেছে, ১২,৫০০ মেট্রিক টন আতপ চাল, জাহাজ অবস্থান: চট্টগ্রাম বন্দরে, পরবর্তী পদক্ষেপ: নমুনা পরীক্ষার পর চাল খালাস কার্যক্রম শিগগিরই শুরু হবে।
খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে, এবং খালাসের প্রস্তুতি নেওয়া হয়েছে। খুব দ্রুত এই চাল সরকারি গুদামে সরবরাহ করে বাজারে সরবরাহের ভারসাম্য রক্ষায় পদক্ষেপ নেওয়া হবে।
বর্তমান বাজার পরিস্থিতিতে চাল ও অন্যান্য খাদ্যপণ্যের দামে অস্থিরতা দেখা যাচ্ছে। এই প্রেক্ষাপটে বৃহৎ পরিসরে চাল আমদানির উদ্যোগ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, বাজারে ন্যায্য মূল্যে চাল সরবরাহের লক্ষ্যে প্রয়োজন অনুযায়ী আরও চাল আমদানির পরিকল্পনাও রয়েছে।