বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় আসামিদের গ্রেপ্তারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনারের নির্দেশে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্ব অনুমতি প্রয়োজন—এ ধরনের অফিস আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন।
রোববার (২০ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দাখিল করা হয়। রিট আবেদনে পুলিশ সদর দফতর ও ডিএমপির জারি করা অফিস আদেশের একটি অনুলিপিও সংযুক্ত করা হয়েছে।
আইনজীবী মো. জসিম উদ্দিন জানান, রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ মোট ৭ জনকে বিবাদী করা হয়েছে।
রিটে বলা হয়, পুলিশ কর্তৃক গ্রেপ্তার সংক্রান্ত এমন অফিস আদেশ আইনি প্রক্রিয়া ও সংবিধানের দৃষ্টিতে বৈধ কি না, তা হাইকোর্টে বিচারাধীন হওয়া প্রয়োজন।
রিটটি বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর দ্বৈত বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হতে পারে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী। শুনানির তারিখ নির্ধারণ হলে আদালতের আদেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সম্প্রতি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী আন্দোলন শুরু করে, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমর্থনও পাওয়া যায়। এ আন্দোলনের প্রেক্ষিতে বিভিন্ন সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। পুলিশ আসামিদের গ্রেপ্তার না করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির নির্দেশনায় নানা মহলে বিতর্ক সৃষ্টি হয়।