“আমার দেশ” পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ অন্যান্য সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় পিরোজপুর টাউন ক্লাবের সম্মুখে আমার দেশ পাঠক মেলা-এর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, পিরোজপুর-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী ও জিয়ানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাসুদ সাঈদী, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জামায়াতের জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রব, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, পিরোজপুর পৌর জামায়াতের আমির মাওলানা ইসহাক আলী, পিরোজপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন কুমার, পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামিমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মানববন্ধনে মাসুদ সাঈদী বলেন, “মেঘনা গ্রুপ ফ্যাসিবাদের দোসর। খুনি হাসিনার স্বৈরাচারী শাসন ব্যবস্থাকে শক্তিশালী করতে এরা ভূমিকা রেখেছে এবং হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মামলা যদি প্রত্যাহার না করা হয়, তবে দেশপ্রেমিক জনতা মেঘনা গ্রুপের সকল পণ্য বয়কট করবে।”
তিনি আরও বলেন, “যখন ভারতের টাকায় শাহবাগে তথাকথিত গণজাগরণ মঞ্চ তৈরি হয়েছিল, তখন কলম সৈনিক মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকায় ‘ফ্যাসিবাদের গর্জন শোনা যায়’ শিরোনামে লেখেন। এরপরই তাকে মামলা ও হামলার মাধ্যমে দেশ ছাড়তে বাধ্য করা হয়। আজও তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন।”
পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “আমাদের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে এবং নির্যাতিত সাংবাদিক মাহমুদুর রহমানের পাশে দাঁড়াতে হবে।”
জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বলেন, “মোস্তফা কামাল এই দেশের ছাত্র ও জনতা হত্যার মদতদাতা। তাকে দেশে বিচার করতে হবে এবং দেশ থেকে বিতাড়িত করতে হবে।”
মানববন্ধনে বক্তারা স্পষ্ট করে বলেন, মাহমুদুর রহমানের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। সাহসী সাংবাদিকতার প্রতি সম্মান জানিয়ে নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়াতে হবে।দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মত প্রকাশের স্বাধীনতার পক্ষে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।