ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় একটি বিশ্বমানের হাসপাতাল স্থাপনের দাবিতে সোচ্চার হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দারা। শনিবার (২৬ এপ্রিল) সকালে কালীগঞ্জ শহরের সোনার বাংলা ফাউন্ডেশনের ট্রেনিং সেন্টারে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় রাজনৈতিক, সাংবাদিক, শিক্ষক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন এবং হাসপাতাল স্থাপনের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের ঘোষণা দেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রথম আলোর স্টাফ রিপোর্টার আজাদ রহমান এবং সঞ্চালনা করেন সমকালের সাংবাদিক জামির হোসেন। সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন আজাদ রহমান এবং স্বাগত বক্তব্য দেন মোহনা টিভির জেলা প্রতিনিধি সোহেল আহমেদ।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মাহবুবুর রহমান, জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা আবু তালেব, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক তবিবর রহমান মিনি, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম রবি, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আব্দুস সামাদ, নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম, সমাজসেবক মনিরুল হক, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ইলিয়াস রহমান মিঠু, জামায়াতের উপজেলা সেক্রেটারি জেনারেল মাওলানা ওলিয়ার রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, কৃষক সংগ্রাম সমিতির নেতা সাখাওয়াত হোসেন, শহীদ নুর আলী কলেজের অধ্যক্ষ রাশেদ সাত্তার তরু, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সাংবাদিক শাহাজান আলী সাজু, সোনার বাংলা সংগঠনের শিবুপদ বিশ্বাস, মোটর শ্রমিক নেতা আবজাল হোসেন, শিক্ষক মশিউর রহমান ও জাফরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ঝিনাইদহ জেলার অন্যান্য উপজেলাগুলোর তুলনায় কালীগঞ্জ সরকারি উন্নয়নের ক্ষেত্রে বেশ অবহেলিত। অথচ এই উপজেলার গুরুত্বপূর্ণ ঢাকা-খুলনা মহাসড়কের সংলগ্ন বেজপাড়া গ্রামে প্রায় ১০ একর পরিত্যক্ত সরকারি জমি রয়েছে। বক্তারা উক্ত জমিতে একটি বিশ্বমানের আধুনিক হাসপাতাল স্থাপনের জোরালো দাবি জানান।
তাদের মতে, দেশের স্বাস্থ্যখাতে উন্নয়নের অংশ হিসেবে যখন সরকার বিভিন্ন জেলায় বিশ্বমানের হাসপাতাল স্থাপনের পরিকল্পনা করছে, তখন কালীগঞ্জের মতো গুরুত্বপূর্ণ একটি অঞ্চলে একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল স্থাপন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। এতে কালীগঞ্জবাসীসহ আশেপাশের কয়েকটি উপজেলার লাখো মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, হাসপাতাল স্থাপনের দাবিতে কালীগঞ্জ উপজেলায় দলমত নির্বিশেষে মানববন্ধন, র্যালি ও গণস্বাক্ষর সংগ্রহসহ নানা কর্মসূচি পালন করা হবে। একইসঙ্গে দাবির বাস্তবায়নে সর্বস্তরের মানুষের সম্পৃক্ততার মাধ্যমে আন্দোলন জোরদার করার ঘোষণা দেওয়া হয়।
সভায় হাসপাতাল স্থাপনের দাবিতে একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।
কমিটির আহ্বায়ক হিসেবে নির্বাচিত হন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মাহবুবুর রহমান এবং সদস্য সচিব নির্বাচিত হন সাংবাদিক আজাদ রহমান।