1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
পরীক্ষায় নকলের দায়ে ১৭ শিক্ষার্থী বহিষ্কার ৮ শিক্ষক অব্যাহতি
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক লক্ষ গলদা চিংড়ি রেনু পোনা জব্দ জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হলো ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে পিরোজপুরের জিয়ানগরে সাংবাদিক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা-ভাঙচুর, আহত ৫ পিরোজপুরের নাজিরপুরে যুবকের আত্মহানির চেষ্টা, পুরুষাঙ্গ কর্তন করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে বাংলাদেশ হকি: এশিয়া কাপের স্বপ্ন ভেঙে গিয়েছে, দুর্বল ব্যবস্থাপনায় দায়ভার কে নেবে? বকশীগঞ্জে দশানী নদীতে অবৈধ বাঁধ, তলিয়ে যাচ্ছে কৃষকের ধান স্টারলিংক বাংলাদেশের স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করতে পাবে লাইসেন্স কাশ্মীরে সাম্প্রতিক হামলার পর যুক্তরাষ্ট্র ভারত ও পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে মার্কিন বাহিনীর অতর্কিত হামলায় ইয়েমেনের সানায় নিহতের সংখ্যা বেড়ে ২২৮

জামালপুরে এসএসসি ও দাখিল পরীক্ষায় নকলের দায়ে ১৭ শিক্ষার্থী বহিষ্কার, ৮ শিক্ষক দায়িত্বমুক্ত

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
জামালপুরে এসএসসি ও দাখিল পরীক্ষায় নকলের দায়ে ১৭ শিক্ষার্থী বহিষ্কার, ৮ শিক্ষক দায়িত্বমুক্ত

জামালপুর জেলায় এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ১৭ জন শিক্ষার্থীকে বহিষ্কার এবং দায়িত্বে থাকা ৮ জন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জেলার ইসলামপুর, বকশিগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলার মোট ছয়টি পরীক্ষাকেন্দ্রে এসব ঘটনা ঘটে।

রোববার (২৭ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম।

জানা গেছে, ইসলামপুর উপজেলার ০৪ নম্বর চর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫ জন শিক্ষক ও ৪ জন শিক্ষার্থী বহিষ্কৃত হন। মাদারগঞ্জ উপজেলার জুনাইল উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখা থেকে ৩ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়। ইসলামাবাদ ওয়াছিম উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়। বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪ জন শিক্ষার্থী বহিষ্কার করা হয়। মাদারগঞ্জ আব্দুল আলী মির্জা কাশেম কামিল মাদ্রাসা কেন্দ্র থেকে ২ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়। এছাড়া বকশিগঞ্জের খয়ের উদ্দিন ফাজিল মাদ্রাসা কেন্দ্র থেকে ১ জন দাখিল পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা তাসলিম জানান, “পরীক্ষার সময় নিয়মিত তদারকির অংশ হিসেবে বিভিন্ন কেন্দ্র পরিদর্শনকালে দেখা যায়, কিছু শিক্ষার্থী বই, চিরকুট ও মোবাইল ফোনের মাধ্যমে নকল করছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে কেন্দ্র পরিচালনা কমিটির নজরে আনা হলে, সিদ্ধান্ত নিয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বহিষ্কার এবং দায়িত্বপ্রাপ্ত ৮ জন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে আমরা কঠোর নজরদারি চালিয়ে যাচ্ছি। কোনো অনিয়ম চোখে পড়লেই দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজকের ঘটনাও তারই অংশ।”

জামালপুর জেলার শিক্ষা ব্যবস্থায় নকল ও অনিয়ম রোধে প্রশাসনের এই পদক্ষেপ শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শিক্ষার্থীদের নকলমুক্ত পরিবেশে পরীক্ষা দেওয়ার জন্য জেলা প্রশাসনের এ ধরনের কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট