1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
অন্তর্বর্তী সরকারের ১০০ দিনের কার্যক্রম: নিজেকে ১০-এর মধ্যে ৪ দেবেন আসিফ নজরুল - RT BD NEWS
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেওয়ানগঞ্জে গাছ কাটার সময় পড়ে শ্রমিকের মৃত্যু বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির নবনির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহণ ও প্রথম সভা অনুষ্ঠিত নকশা লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা: রাজউক চেয়ারম্যান নারী বিশ্বকাপে বাংলাদেশ! নেট রানরেটের জোরে বাদ পড়ল ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ-ভিয়েতনাম G2G চুক্তির আওতায় সাড়ে ১২ হাজার মেট্রিক টন চাল পৌঁছেছে কুয়েটে উপাচার্যের প্রতীকী গদি জ্বালিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ বাংলাদেশের বর্তমান নেতৃত্বের ‘ভারত-বিরোধী কৌশল’ নিয়ে উদ্বিগ্ন নয়াদিল্লি, বাড়ছে অর্থনৈতিক চাপ গাজায় ফের ইসরায়েলি হামলা: দুই দিনে নিহত ৯২ ফিলিস্তিনি, যুদ্ধবিরতির নতুন প্রস্তাব পর্যালোচনায় হামাস আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে মা নিজে দুই শিশু সন্তানকে বঁটি দিয়ে নির্মম হত্যা করেছেন

অন্তর্বর্তী সরকারের ১০০ দিনের কার্যক্রম: নিজেকে ১০-এর মধ্যে ৪ দেবেন আসিফ নজরুল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল অন্তর্বর্তী সরকারের প্রথম ১০০ দিনের দায়িত্ব পালনের মূল্যায়নে নিজেকে ১০-এর মধ্যে ৪ দেবেন বলে জানিয়েছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘অন্তর্বর্তী সরকারের ১০০ দিন: আইন মন্ত্রণালয়ের কৈফিয়ত’।

আসিফ নজরুল বলেন, “আমার অভিজ্ঞতা বা যোগ্যতায় হয়তো ঘাটতি আছে, কিন্তু আমার প্রচেষ্টায় কোনো ঘাটতি নেই। আমি আমার কাজে কখনোই সন্তুষ্ট নই এবং আল্লাহর কাছে দোয়া করি যেন আরও ভালোভাবে কাজ করতে পারি।” তিনি আরও উল্লেখ করেন যে, দায়িত্ব পালন কঠিন হলেও তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আইন উপদেষ্টা তার মন্ত্রণালয়ের বিগত ১০০ দিনের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো, ছাত্র-জনতার আন্দোলন সংক্রান্ত মামলা প্রত্যাহার, ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলন দমনে দায়ের করা প্রায় সব ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে।

বিদ্যমান সাইবার নিরাপত্তা আইনকে প্রতিস্থাপন করে প্রস্তাবিত ‘সাইবার সুরক্ষা আইন’ প্রণয়নের কাজ চলছে। এতে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে যারা হয়রানির শিকার হচ্ছেন, তাদের প্রতিকার সহজ হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন-১সহ বেশ কিছু আইনকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার জন্য সংশোধনী আনার কাজ চলছে। এসব সংশোধনী আগামীকাল উপদেষ্টা পরিষদে উপস্থাপন করা হবে।

সুপ্রিম কোর্টের বিচারপতিদের জন্য বিধিমালা তৈরির কাজ প্রক্রিয়াধীন। এছাড়া নিম্ন আদালতের অধিকাংশ বিচারক ইতোমধ্যে তাদের সম্পদের বিবরণী জমা দিয়েছেন। উপদেষ্টা পরিষদের সদস্যরাও শিগগির তাদের সম্পদের হিসাব জমা দেবেন।

আইন উপদেষ্টা আন্দোলন চালিয়ে রাস্তা বন্ধ করে যানজট তৈরি করার বিষয়ে কঠোর অবস্থানের প্রয়োজনীয়তা উল্লেখ করেন।
তিনি শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে বলেন, “ওভারনাইট কোনো কলেজকে বিশ্ববিদ্যালয় বানানো বা পরীক্ষার ফলাফল পরিবর্তনের দাবি গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে গেলেই সমালোচনা শুরু হয়।”

ড. আসিফ নজরুল স্বীকার করেছেন যে, মন্ত্রণালয়ের কাজ পুরোপুরি সন্তোষজনক না হলেও সরকার বিভিন্ন দিক থেকে ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে। তিনি আরও বলেন, জনকল্যাণমূলক কাজ চালিয়ে যেতে তিনি বদ্ধপরিকর।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট