অক্টোবর মাসের বেতনের দাবিতে ষষ্ঠ দিনের মতো গাজীপুরের চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা। পাশাপাশি ১২ দফা দাবি নিয়ে হা-মীম গ্রুপের ‘দ্যাটস ইট নিট লিমিটেড’ কারখানার শ্রমিকেরাও আন্দোলনে নেমেছেন।
বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রায় ৪০ হাজার শ্রমিক অক্টোবর মাসের বেতন বকেয়া থাকায় গত শনিবার থেকে আন্দোলনে রয়েছেন। শ্রমিকেরা গাজীপুর মহানগরের চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর সড়কে অবস্থান নিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করছেন।
অবরোধে অংশ নেওয়া শ্রমিক মো. আশরাফুল জানান, “কয়েকবার পুলিশ ও সেনাবাহিনী বেতন দেওয়ার আশ্বাস দিলেও এখনো কোনো সমাধান হয়নি। তাই বেতন না পাওয়া পর্যন্ত সড়ক অবরোধ চলবে।”
আরেক শ্রমিক কবির হোসেন বলেন, “টাকা ছাড়া সংসার চলছে না। আন্দোলন ছাড়া আর কোনো উপায় নেই।”
শ্রমিকদের কঠোর অবস্থানের কারণে সড়ক দিয়ে কোনো যানবাহন চলতে দেওয়া হচ্ছে না।
অন্যদিকে, জিরানী এলাকার হা-মীম গ্রুপের দ্যাটস ইট নিট লিমিটেড কারখানার শ্রমিকেরা ১২ দফা দাবি নিয়ে গতকাল থেকে আন্দোলনে নেমেছেন। সেনাবাহিনীর মধ্যস্থতায় আলোচনা হলেও সমাধান হয়নি।
আজ সকাল থেকে তারা চন্দ্রা-নবীনগর সড়কে অবস্থান নিয়ে অবরোধ চালাচ্ছেন।
শ্রমিকদের অবরোধে চন্দ্রা-নবীনগর সড়ক ব্যবহারকারী যাত্রী এবং চালকেরা ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছেন। উত্তরবঙ্গ থেকে আসা যানবাহনগুলিকে বিকল্প পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এবং ধামরাই-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক ব্যবহার করতে হচ্ছে।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, “শ্রমিকদের বোঝানোর চেষ্টা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সেনাবাহিনী, র্যাব, শিল্প পুলিশ এবং থানা-পুলিশ মোতায়েন রয়েছে।”
শ্রমিকদের দাবি আদায় না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। প্রশাসন দ্রুত সমাধানের চেষ্টা করছে, তবে শ্রমিকেরা আপাতত তাদের অবস্থানে অটল।