রাজধানীর আদাবর থানার একটি হত্যা মামলায় হাইকোর্ট থেকে দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। আপিল বিভাগ জানিয়েছেন, রাষ্ট্রপক্ষের নিয়মিত লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) দায়ের হওয়া পর্যন্ত জামিন স্থগিত থাকবে।
গত ১৯ নভেম্বর হাইকোর্ট মেহেদী হাছান চৌধুরীর জামিন প্রশ্নে রুল জারি করে তাঁকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। কিন্তু এ আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
মেহেদী হাসানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না, সঙ্গে ছিলেন আইনজীবী মো. রোকনুজ্জামান। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন।
আদাবর থানায় দায়ের হওয়া গার্মেন্টস কর্মী মো. রুবেল হত্যা মামলায় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী অন্যতম অভিযুক্ত। গত ২২ আগস্ট রুবেলের বাবা মামলাটি করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১৫৬ জনকে আসামি করা হয়। গত সেপ্টেম্বরে ঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করার সময় মেহেদী হাছানকে গ্রেপ্তার করা হয়। পরে আদাবর থানার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
হাইকোর্ট থেকে প্রাপ্ত অন্তর্বর্তীকালীন জামিন আপাতত স্থগিত করে আপিল বিভাগ জানিয়েছেন, রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল দায়ের এবং শুনানি শেষ না হওয়া পর্যন্ত জামিন কার্যকর হবে না।
আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এখন রাষ্ট্রপক্ষ দ্রুত নিয়মিত আপিলের অনুমতি চেয়ে আবেদন করবে। এদিকে মেহেদী হাছান চৌধুরীর পক্ষে আইনি লড়াই অব্যাহত থাকবে বলে তাঁর আইনজীবীরা জানিয়েছেন।