ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের পাঁচুয়া বাজারে সন্ত্রাসীদের হাতে হামলার শিকার হয়েছেন ৫নং রাওনা ইউনিয়ন যুবদলের নেতা জসিম। শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে, যখন ১০-১৫ জন সশস্ত্র সন্ত্রাসী জসিমের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে কয়েকটি ঘটনার মধ্যে জসিমের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটও চালায় সন্ত্রাসীরা। এই ঘটনা স্থানীয় বিএনপি নেতাদের এবং গফরগাঁও থানার ওসিকেও জানানো হয়েছিল, কিন্তু তাতে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। শনিবারের হামলায় আহত জসিমের শারীরিক অবস্থার অবনতি হয়েছে, তবে চিকিৎসকেরা তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।
অভিযোগ উঠেছে, সাবেক চেয়ারম্যান ও রাওনা ইউনিয়ন বিএনপি নেতা জালালের ইন্ধনে এই হামলা সংঘটিত হয়েছে। স্থানীয় সূত্রে জানানো হয়, গত ৫ই আগস্ট থেকে জালালের মদতে চাঁদাবাজি, দখলবাজি এবং মাদক ব্যবসা চালাচ্ছিল একটি সন্ত্রাসী গোষ্ঠী। জসিম এসব অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ জানালে তার ওপর ক্ষিপ্ত হয় সন্ত্রাসীরা এবং হামলা চালায়।
হামলাকারীদের মধ্যে ফকরুল, জাকারিয়া, শাহিন, আলামিনসহ আরও কয়েকজন রয়েছে, যারা এলাকাতে চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত। স্থানীয়রা জানিয়েছেন, জসিমের প্রতিবাদে ক্ষিপ্ত হয়ে তারা এই হামলা করেছে।
এ বিষয়ে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, হামলার ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে এবং এটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, “হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”