এ বছর সমালোচকদের কাছে প্রশংসিত সিনেমাগুলোর মধ্যে অন্যতম হেলিনা রেজিনের পরিচালিত ‘বেবিগার্ল’। ভেনিস চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে অংশ নেওয়া এ সিনেমাটি দর্শক ও সমালোচকদের মন জয় করেছে। সিনেমাটির জন্য অস্ট্রেলিয়ান অভিনেত্রী নিকোল কিডম্যান পেয়েছেন ভেনিস উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার।
নিকোল কিডম্যান
‘বেবিগার্ল’-এর গল্প আবর্তিত হয়েছে এক কোম্পানির প্রধান নির্বাহী রোমি এবং সেই প্রতিষ্ঠানের শিক্ষানবিশ স্যামুয়েল-কে ঘিরে। দুজনের মধ্যকার প্রেমের সম্পর্ক ও জটিলতাগুলো পর্দায় ফুটিয়ে তুলেছেন নির্মাতা। সিনেমার গল্পে প্রেমের অন্তরঙ্গ দিকগুলোও তুলে ধরা হয়েছে সরল ও স্বাভাবিকভাবে। রোমি চরিত্রে অভিনয় করেছেন নিকোল কিডম্যান, আর স্যামুয়েল চরিত্রে দেখা গেছে অভিনেতা হ্যারিস ডিকসনকে।
২০২৩ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সিনেমাটির শুটিং শুরু হয়, যা শেষ হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে। এরপর গত ৩০ আগস্ট ৮১তম ভেনিস চলচ্চিত্র উৎসবে ‘বেবিগার্ল’-এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। উৎসবে সিনেমাটি ব্যাপক প্রশংসিত হয়। পরবর্তীতে ১০ সেপ্টেম্বর ৪৯তম টরন্টো চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় সিনেমাটি।
সিনেমার অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় প্রসঙ্গে নিকোল কিডম্যান বলেন,
“অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় আমার কাজের অংশ। পর্দায় অভিনয় নিয়ে আমার কোনো সংকোচ নেই। সিনেমাটির গল্প আমার দারুণ পছন্দ হয়েছে।”
চলচ্চিত্র উৎসবের প্রদর্শনী শেষ করে ২৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘বেবিগার্ল’। দর্শকের জন্য এটি হতে পারে বছরের শেষ চমক।